তামিম ইকবালের সামনে রেকর্ডের হাতছানি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছেন বাঁহাতি এই ওপেনার।
বিপিএলের চলতি আসরে ফরচুন বরিশালের হয়ে ইতোমধ্যে ১৩ ম্যাচে ৪৪৩ রান করেছেন তামিম। আর মাত্র ৩৪ রান করলে বিপিএলে এক আসরে নিজের করা সর্বোচ্চ রানের রেকর্ড ছাড়িয়ে যাবেন দেশ সেরা এই ওপেনার।
বিপিএলের ২০১৬ সালের আসরে চট্টগ্রাম ভাইকিংসের হয়ে তামিম ৪৭৬ রান করেন। আর ২০১৯ সালে কুমিল্লাকে চ্যাম্পিয়ন করার পথে তামিম করেন ৪৬৭ রান। এক আসরে সর্বোচ্চ রানের হিসাবে তামিমের এ দুই স্কোর রয়েছে ৩ ও ৪ নম্বরে। এবারের আসরে আর মাত্র ৩৪ রান করলে নিজের আগের রেকর্ড ছাড়িয়ে যাবেন তামিম।
আজ সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। এই ম্যাচেই নিজের পুরোনো রেকর্ড ভাঙতে পারেন তামিম।
এক মৌসুমে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে রেকর্ড সর্বোচ্চ ৫১৬ রান করেন নাজমুল হোসেন শান্ত। তামিম আর ৭৪ রান করলে সেই রেকর্ড ছাড়িয়ে যাবেন।