ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

বৃষ্টিতে ভেসে গেল দ্বিতীয় দিনের খেলা

নিজস্ব প্রতিবেদক | আপডেট: সোমবার, ডিসেম্বর ৬, ২০২১

বৃষ্টিতে ভেসে গেল দ্বিতীয় দিনের খেলা
মিরপুরে সকাল থেকে বৃষ্টি। গুড়িগুড়ি বৃষ্টির কারণে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শুরু হয়ে দেরি হয়। বৃষ্টি কমলে নির্ধারিত সময়ের ৩ ঘণ্টার বেশি সময় পর ম্যাচ শুরু হয় দুপুর ১২.৫০টায়। তবে আবার বাগড়া দিয়েছে বৃষ্টি। এর কারণে আম্পায়াররা খেলা বন্ধ করতে বাধ্য হন। এরপরও পরিস্থিতির উন্নতি না হওয়ায় বৃষ্টিতে ভেসে যায় ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা। দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের সংগ্রহ দুই উইকেট হারিয়ে ১৮৮ রান। 

দ্বিতীয় দিনে মাত্র ৬ ওভার ২ বল খেলা হওয়ার পর বন্ধ হয়ে যায় খেলা। মেঘলা আবহাওয়ার সুবিধা তুলতে পারেনি বাংলাদেশি পেসাররা। কোনো উইকেট হারায়নি পাকিস্তান। হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন আজহার আলী। প্রথম দিনের পর স্কোরবোর্ডে আরও ২৭ রান করে পাকিস্তান।

পাকিস্তান: ১৮৮/২ (বাবর ৭১*, আজহার ৫২*)