ঢাকা টেস্টের প্রথম দিনেও বৃষ্টির হানায় খেলা থমকে গিয়েছিল। কিন্তু পণ্ড করতে পারেনি। যদিও দিনের খেলা পুরো ৩৩ ওভার বাকি রেখেই সমাপ্তি ঘোষণা করতে বাধ্য হন ম্যাচ রেফারি।
ঘড়ির কাঁটা মেপে হিসাব করলে আড়াই ঘণ্টা বৃষ্টি এবং আলোর স্বল্পতার কারণে খেলা হয়নি।
আজ দ্বিতীয় দিনের শুরুতেই বৃষ্টির বাগড়া। নির্ধারিত সময়ে মাঠে বলই গড়াতে বাধা দিচ্ছে।
কথা ছিল আজ আধাঘণ্টা আগে সকাল সাড়ে ৯টায় খেলা শুরু হবে। কিন্তু তা তো হলোই না, কখন শুরু হবে সেটিও অনিশ্চিত।
ঘুর্ণিঝড় ‘জাওয়াদ’র প্রভাব পড়েছে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামেও। সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি। চটের কভারে এতক্ষণ পিচ আচ্ছাদিত করা থাকলেও বৃষ্টি বাড়ার কারণে তা সরিয়ে তেরপলের কভারে পিচ ঢেকে দেওয়া হয়েছে।
বৃষ্টি বন্ধ না হলে খেলা শুরুর কোনোই সম্ভাবনা নেই।
প্রথম দিন টস জিতে ব্যাট করতে নেমে ৫৭ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬১ রান করে পাকিস্তান। ৬০ রানে উইকেটে রয়েছেন বাবর আজম এবং ৩৬ রানে রয়েছেন আজহার আলি।