Can't found in the image content. বিপিএল প্লে-অফের সূচিতে পরিবর্তন | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

বিপিএল প্লে-অফের সূচিতে পরিবর্তন

স্পোর্টস ডেস্ক | আপডেট: সোমবার, ফেব্রুয়ারী ১৯, ২০২৪

বিপিএল প্লে-অফের সূচিতে পরিবর্তন
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান ১০ আসরের প্লে-অফের ম্যাচ দুটি ২৫ ফেব্রুয়ারি মাঠে গড়ানোর কথা; কিন্তু ওই দিন পবিত্র শবে বরাত হওয়ার কারণে সূচিতে পরিবর্তন আনে বিসিবি। 

সংশোধিত সূচিতে প্লে-অফের প্রথম ম্যাচ রাখা হয়েছে ২৬ ফেব্রুয়ারি। তবে ফাইনাল হবে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১ মার্চ। 

আগের সূচি অনুযায়ী প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর হওয়ার কথা ছিল ২৫ ফেব্রুয়ারি, তার পরিবর্তে খেলা হবে ২৬ ফেব্রুয়ারি। আর ২৭ ফেব্রুয়ারি রিজার্ভ ডে। পরদিন ২৮ ফেব্রুয়ারি হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। এটিও একদিন পিছিয়েছে।

বিপিএলের সাত দলের মধ্যে ইতোমধ্যে প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে টেবিলের শীর্ষে থাকা রংপুর রাইডার্স। এছাড়া টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে দুর্দান্ত ঢাকা এবং সিলেট স্ট্রাইকার্সের। 

প্লে-অফে যাবে চারটি দল। বাকি ৩ জায়গার জন্য লড়ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ফরচুন বরিশাল, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স।