Can't found in the image content. শ্রীলংকা সিরিজে বিশ্রামে সাকিব? | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

শ্রীলংকা সিরিজে বিশ্রামে সাকিব?

স্পোর্টস ডেস্ক | আপডেট: শনিবার, ফেব্রুয়ারী ১০, ২০২৪

শ্রীলংকা সিরিজে বিশ্রামে সাকিব?
শ্রীলংকার বিপক্ষে আসন্ন হোম সিরিজে সাকিব আল হাসান বিশ্রাম চেয়েছেন বলে শোনা যাচ্ছে। সাকিব অবশ্য পুরো বিষয়টি উড়িয়ে দিয়েছেন। জানালেন এখন সব পরিকল্পনা বিপিএল নিয়ে।

শুক্রবার একটি বাণিজ্যিক অনুষ্ঠানে সাকিবকে প্রশ্ন করা হয়, আপনি নাকি শ্রীলংকা সিরিজে ছুটি চেয়েছেন? জবাবে এই বাঁ-হাতি অলরাউন্ডার বলেন, ‘কে বলেছে আপনাকে?’

এরপর তিনি বলেন, ‘গুঞ্জন গুঞ্জনই থাকতে দেন। আর তা না হলে আপনি খুঁজে দেখেন কে বলেছে। তাকে জিজ্ঞেস করেন। আমি কি বলেছি কাউকে? কোথায় শুনেছেন? আশপাশের কে, যার কাছে শুনেছেন তাকে জিজ্ঞেস করেন।’

অপর এক প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘শ্রীলংকা সিরিজ নিয়ে এখনো কোনো পরিকল্পনা হয়নি। বিপিএল চলছে। ফোকাস করছি। চেষ্টা করছি দলের জন্য অবদান রাখতে।’

আগামী ১ মার্চ আসবে শ্রীলংকা। সেদিনই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল। বাংলাদেশ সফরে সিলেট ও চট্টগ্রামে তিনটি করে টি ২০ ও ওয়ানডে এবং দুটি টেস্ট খেলবে শ্রীলংকা।