Can't found in the image content. ওয়াসিম-ওয়াকারের প্রভাব স্বীকার করলেন বুমরাহ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

ওয়াসিম-ওয়াকারের প্রভাব স্বীকার করলেন বুমরাহ

স্পোর্টস ডেস্ক | আপডেট: মঙ্গলবার, ফেব্রুয়ারী ৬, ২০২৪

ওয়াসিম-ওয়াকারের প্রভাব স্বীকার করলেন বুমরাহ
বিশাখাপত্তম টেস্টে অপেক্ষা ছিল শেষের রোমাঞ্চের। যতখানি প্রত্যাশা ছিল ততটা রোমাঞ্চের দেখা মেলেনি। ৬৭ রানে ১ উইকেট নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল ইংল্যান্ড। নাইটওয়াচম্যান হিসেবে আগের দিন শেষ বিকেলে ক্রিজে নামা রেহান আহমেদ ব্যাট চালিয়েছেন সাবলীলভাবেই। সাথে দারুণ ছন্দে ছিলেন ওপেনার জ্যাক ক্রোলি। দলের ৯৫ রানের মাথায় আউট হওয়ার আগে ৩১ বলে ২৩ রান করেন রেহান।

এরপর ক্রোলির সাথে জুটি বাঁধেন ওলি পোপ। পোপ ভালো শুরু পেলেও ইনিংস লম্বা করতে ব্যর্থ হয়েছেন। কিছুটা আগ্রাসী মেজাজে ব্যাট চালিয়ে ২১ বলে ২৩ রান করে সাজঘরে ফিরে যান পোপ। ততক্ষণ ক্রিজে জমে গেছেন ক্রোলি। দারুণ ব্যাটিংয়ে ছুয়ে ফেলেন ফিফটিও। দায়িত্বশীল ব্যাটিংয়ে ফিফটি হাঁকিয়ে ছুটতে থাকেন ক্রোলি।

অন্যদিকে আরেক প্রান্তে কেউই বেশিক্ষণ টিকতে পারছিলেন না। পোপের বিদায়ের পর আঙুলের চোট নিয়ে ব্যাট করতে নামা রুটও বেশিক্ষণ স্থায়ী হননি। ১০ বলে ১৬ রান করে বিদায় নিয়েছেন তিনি। এরপর কিছুক্ষণ প্রতিরোধ চালিয়েছেন জনি বেয়ারস্টো। ক্রোলির সাথে মিলে দলের ইনিংসকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তিনি। ক্রোলিও ফিফটির পর সেঞ্চুরির দিকে ছুটছিলেন।

তবে দুজনের ইনিংসের সমাপ্তি ঘটেছে প্রায় একই সময়ের। দলের ১৯৪ রানের মাথায় নিজের দারুণ সম্ভাবনাময় এক ইনিংসের ইতি টানেন ক্রোলি। ১৩২ বলে ৭৩ রানের ঝলমলে ইনিংস খেলে এলবিডব্লিউ হয়েছেন কুলদীপ যাদবের বলে। পরের ওভারে সেই এলবিডব্লিউর ফাঁদেই পড়েছেন বেয়ারস্টো, বোলার এবার জাসপ্রীত বুমরাহ।

পরে অধিনায়ক বেন স্টোকস নেমেও সুবিধা করতে পারেননি। রান আউট হয়েছেন ২৯ বলে ১১ রান করে। তখনই যেন ম্যাচ থেকে একরকম ছিটকে যায় ইংল্যান্ড। শেষ দিকে বেন ফোকস, টম হার্টলিরা লড়াই চালিয়ে গেছেন যদিও। কিন্তু তাতে জয়ের মুখ দেখতে সক্ষম হয়নি ইংল্যান্ড। লড়াকু ব্যাটিংয়ে ফোকস খেলেছেন ৬৯ বলে ৩৬ রানের ইনিংস। আরেক দিকে হার্টলি খেলেছেন ৪৭ বলে ৩৬ রানের ইনিংস। দুজনকেই ফিরিয়েছেন বুমরাহ, সেই সাথে নিশ্চিত করে ফেলেন দলের জয়টাও। ২৯২ রানের মাথায় হার্টলিকে বোল্ড করে ভারতকে ১০৬ রানের বিশাল এক জয় এনে দেন বুমরাহ। ৮ বলে ৫ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন জেমস অ্যান্ডারসন।

ভারতের হয়ে ৩টি করে উইকেট শিকার করেন রবিচন্দ্রন অশ্বিন এবং জাসপ্রীত বুমরাহ। এছাড়া ১টি করে উইকেট শিকার করেন মুকেশ কুমার, অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব।

দুই দলের মধ্যকার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ ছিল এটি। আগের ম্যাচে জয়ের হাসি হেসেছিল ইংল্যান্ড। এবার ভারত জিতে সিরিজে এনেছে ১-১ সমতা। তবে লড়াইটা হয়েছে হাড্ডাহাড্ডি। ইংল্যান্ডের বাজবল ক্রিকেটের সাথে ভারতের ঘূর্ণি জাদুর জাল বেছানো ক্রিকেটের লড়াইয়ের উত্তাপ, উত্তেজনা যেন আরও একটুখানি বাড়ল।

ইংল্যান্ডের প্রথম ইনিংসে বুমরাহ একাই ছয় উইকেট তুলে নিয়ে ভারতকে ১৪৩ রানের লিড পেতে সাহায্য করেছিলেন। আর দ্বিতীয় ইনিংসে তিনি আরও তিন উইকেট তুলে নেন। দুই ইনিংস মিলিয়ে ৯১ রান দিয়ে মোট ৯ উইকেট নেন বুমরাহ। সেই সঙ্গে তিনি ভেঙে ফেলেন ৯০ বছর আগের এল অমর সিংয়ের রেকর্ড।

নিজের এমন কৃতিত্বের পেছনে পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিস এবং ভারতীয় ক্রিকেটার জহির খানের প্রভাব রয়েছে বলে স্বীকার করেছেন জাসপ্রিত বুমরাহ।  

বুমরাহ বলেন, ‘একজন তরুণ হিসেবে ইয়র্কার হলো আমার প্রথম ডেলিভারি, যা আমি শিখেছি এবং এটাই একমাত্র উপায় যা আমি ভেবেছিলাম যে, আমি উইকেট নিতে পারি। আমি ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস এবং জহির খানকে দেখতাম।’

ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, রোববার এক্স-এ (আগের টুইটার) ওয়াকারকে একজন ইউজার প্রশ্ন করেন, পোপের উদ্দেশে বুমরাহর করা বলটি তাকে কারও কথা মনে করিয়ে দেয় কি না? ওয়াকার উত্তরে বলেন, ‘কাউকে ভাবতে পারি না হেমন্ত। বুমরাহর জাদু।’