Can't found in the image content. অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আজ সেমিফাইনালে ওঠার লড়াই বাংলাদেশের | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আজ সেমিফাইনালে ওঠার লড়াই বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক | আপডেট: শনিবার, ফেব্রুয়ারী ৩, ২০২৪

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আজ সেমিফাইনালে ওঠার লড়াই বাংলাদেশের
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশের সেমিফাইনালে ওঠার কঠিন লড়াই। পাকিস্তানের বিপক্ষে মাহফুজুর রহমান রাব্বির দলকে জিততে হবে বড়ো ব্যবধানে। দক্ষিণ আফ্রিকার বেনোনিতে দুপুর দুইটায় মাঠে গড়াবে সুপার সিক্স গ্রুপ-১ এর ম্যাচটি। 

এমনিতে এই টুর্নামেন্টে প্রতিভা খোঁজার মাধ্যম। সঙ্গে শিরোপা যোগ হলে সোনায় সোহাগা। চার বছর আগে যুব বিশ্বকাপের স্বাদ পেয়েছে ইয়াং টাইগাররা। যুব এশিয়া কাপ জয়ে মাহফুজ রাব্বীর দলের ওপর বেড়েছে প্রত্যাশার চাপ। শিরোপার লড়াইয়ে তরুণ টাইগাররা থাকবে কি না, সেটা নির্ধারণ হয়ে যেতে পারে শনিবারই। সুপার সিক্সে পাকিস্তানের বিপক্ষে ডু অর ডাই ম্যাচ।

গ্রুপ পর্বে ভারতের কাছে পরাজয়ে কিছুটা ব্যাকফুটে ইয়াং টাইগাররা।  পাকিস্তানকে শুধু হারালেই চলবে না, মেলাতে হবে রানরেটের কঠিন হিসেব। 

তবে ইয়াং টাইগাররা এতো সমিকরণ মাথায় নিয়ে মাঠে নামতে নারাজ। তাদের মূল লক্ষ্য পাকিস্তানকে হারানো। 

জয়ের সঙ্গে যদি অঙ্কটাও মেলানো যায় তাতেই মিলবে শেষ চারের টিকিট।