ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

এনামুলের কাছে হারলো সাকিবের রংপুর রাইর্ডাস

স্পোর্টস ডেস্ক | আপডেট: শনিবার, জানুয়ারী ২৭, ২০২৪

এনামুলের কাছে হারলো সাকিবের রংপুর রাইর্ডাস
রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্সের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচ দিয়ে বিপিএলের সিলেট পর্বে পর্দা উঠেছে আজ। শুক্রবার (২৬ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে টস জিতে খুলনাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে রংপুর। প্রথমে ব্যাট করতে নেমে খুলনা টাইগার্স ২০ ওভারে ৬ উইকেটে ১৬১ রান তোলেন।

খুলনা টাইগার্সের দেওয়া ১৬১ রানের লক্ষ্য তাড়ায় চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে রংপুর রাইডার্স। ১৮.৪ ওভার সবকটি উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাড়ায় ১৩২ রান। সাকিবের রংপুরকে হারিয়ে সিলেটে শুভ সূচনা করলো এনামুল হকে বিজয়ের খুলনা টাইগার্স।

বাবর আজমকে দিয়ে শুরু। এরপর একে একে সাজঘরে ফিরেছেন ব্রান্ডন কিং, শেখ মেহেদী ও সোহানরা। মাঝে রনি তালুকদারকে নিয়ে শামিম হোসেন হাল ধরার চেষ্টা চালালেও ইনিংস বড় করতে পারেনি কেউ। শেষমেশ ব্যর্থ হলেন এক ম্যাচ পর দলে ফেরা সাকিব আল হাসানও। এদিন চিকিৎসা শেষে দেশে ফিরে গতকালই সিলেটে দলের সঙ্গে যোগ দেন সাকিব আল হাসান।

আগের ম্যাচেই সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে দলের ব্যাটিং বিপর্যয়ে দারুণ ইনিংস খেলেছিলেন বাবর আজম। নিউজিল্যান্ড সফরের ছন্দটা টেনে এনেছিলেন বিপিএলেও। তবে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে আজ মুদ্রার উল্টো পিঠ দেখলেন বাবর। ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে স্বদেশি মোহাম্মদ ওয়াসিমের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন। সাজঘরে ফেরার আগে ৮ বলে করেন মোটে ২ রান।