ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪ |

EN

২০ জানুয়ারি মাঠে গড়াবে বিপিএলের পরবর্তী আসর

স্পোর্টস ডেস্ক | আপডেট: শুক্রবার, ডিসেম্বর ৩, ২০২১

২০ জানুয়ারি মাঠে গড়াবে বিপিএলের পরবর্তী আসর
করোনাভাইসের কারণে মাঠে গড়ায়নি বাংলাদেশ প্রিমিয়ার লিগের গত আসর। সেবার বিপিএলের পরিবর্তে শুধু মাত্র দেশি ক্রিকেটারদের নিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ নামে একটি টুর্নামেন্ট আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।  ২০১৯-২০ মৌসুমের পর আবার বিপিএল ফেরাচ্ছে বিসিবি। সম্ভাব্য সূচি অনুযায়ী এক মাসের এই টুর্নামেন্ট মাঠে গড়াবে আগামী ২০ জানুয়ারি।

আজ (বৃহস্পতিবার) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আমরা এখন পর্যন্ত যেটা সিদ্ধান্ত নিয়েছে। ২০ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বিপিএলের স্লট রাখা আছে। এর মধ্যেই আমরা শেষ করব।’

নিয়ম অনুযায়ী বিপিএলে বিদেশি কোটায় প্রতি ম্যাচে প্রতি দলে ৪ জন ক্রিকেটার খেলানো হয়। এবার সেটি ৩ জনের নামিয়ে আনার কথা বলা হয়েছে টুর্নামেন্ট কমিটি। এর মধ্যে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের প্রভাব শুরু হয়েছে, এমন অবস্থায় মানসম্মত বিদেশি ক্রিকেটার পাওয়া যাবে তো?

সুজনের ব্যাখ্যা, ‘আমার দেশে তো স্বাভাবিকভাবে চলছে। ওটার প্রভাব সেভাবে পড়ে নাই। যদি সরকারের কাছ থেকে পরে কোনো নিষেধাজ্ঞা আসে বিদেশি দলের ভ্রমণের ব্যাপারে। তখন বিষয়টাকে এখন যেভাবে চিন্তা করছি, তখন হয়তো কিছু ফাইন টিউনিং করতে হবে।’