বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের শুরুতে মাইলফলক স্পর্শ করলেন তামিম ইকবাল। বিপিএলে সবার আগে ৩ হাজার রানের ক্লাবে পৌঁছে গেলেন তামিম। সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খুলনা টাইগার্সের বিপক্ষে ৩৩ বলে ৪০ রানের ইনিংস খেলেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম। এই ইনিংস খেলার পথে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন দেশ সেরা এই ওপেনাার।
বিপিএলের সবগুলো আসর মিলিয়ে ৯১ ইনিংসে ২টি সেঞ্চিরি আর সর্বোচ্চ ২৫টি ফিফটির সাহায্যে ৩ হাজার ৫ রান করেছেন তামিম।
১১৩ ইনিংসে ২৯৭৬ রান করে দ্বিতীয় পজিশনে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। ১০৬ ইনিংসে ২৩২৯ রান করে তৃতীয় পজিশনে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ।