ফরচুন বরিশালের চোখের মণি তামিম ইকবাল। প্রথম থেকেই বলা হচ্ছিল, তামিমই হবেন দলের অধিনায়ক। বিপিএল ঘনিয়ে এলে গুঞ্জন ওঠে, তামিম তার নেতৃত্বের ব্যাটন তুলে দিতে চান মেহেদী হাসান মিরাজের হাতে। শেষ পর্যন্ত তামিম নেতৃত্বে থাকলেও মিরাজকেও দেখা যেতে পারে বরিশালকে নেতৃত্ব দিতে।
জাতীয় দল ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ভবিষ্যতের কথা ভেবেই মিরাজকে অধিনায়ক হিসেবে দায়িত্ব দিতে চান তামিম। তাই তিনি অধিনায়ক হলেও কিছু কিছু ম্যাচে মিরাজকে আর্মব্যান্ড তুলে দিতে পারেন, দিয়ে রাখলেন এমন ইঙ্গিত। বৃহস্পতিবার মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তামিম বলেন, ক্যাপ্টেন্সি আমাকে ফ্র্যাঞ্চাইজি দায়িত্ব দিয়েছে। আমি সেরাটা দেওয়ার চেষ্টা করব। মালিকের সঙ্গে কথা বলেছি— উনিও আমার মতামতের ব্যাপারে রাজি হয়েছেন। আমার সঙ্গে সঙ্গে যদি মিরাজকে গড়ে তুলতে পারি তা হলে ভালো।
তামিম ছাড়াও বরিশালের হয়ে খেলবেন মুশফিকুর রহিম, দুজনই আন্তর্জাতিক টি-২০ থেকে নিয়েছেন অবসর। মাহমুদউল্লাহ রিয়াদের বিশ্বকাপ দলে ফেরার সম্ভাবনা থাকলেও অধিনায়কত্ব পাওয়ার আর সম্ভাবনা নেই। তামিমের ভাষ্য— আমি, রিয়াদ ভাই, মুশফিক আমাদের মধ্যে দুজন তো টি-২০ থেকে অবসরে। রিয়াদ ভাইয়েরও আর ক্যাপ্টেন হওয়ার সুযোগ কম। মিরাজের একটা ভবিষ্যৎ আছে, ক্যাপ্টেন হতে পারে। গত বছরও আমি ক্যাপ্টেন ছিলাম না, কিন্তু মাঠে অ্যাকটিভ ছিলাম। আশা করি এবার মিরাজকে এই দায়িত্ব দিতে পারব।
তামিম বলেন, আমি আছি মুশফিক আছে রিয়াদ ভাই আছে। আমরা সবসময় সহায়তা করব। এই জায়গা থেকে ওর অভিজ্ঞতা হলে সামনে ওর কাজে লাগবে, একসময় ফ্র্যাঞ্চাইজিকে, বাংলাদেশ দলকে লিড দেবে।