অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককে বড় অঘটনের জন্ম দিলেন টিনএজার মিরা আন্দ্রেভা।
বুধবার সবাইকে চমকে দিয়ে ষষ্ঠ বাছাই তিউনিশিয়ার ওন্স জাবেরকে সরাসরি ৬-০, ৬-২ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন ১৬ বছর বয়সি এই রুশ কিশোরী।
তিনবারের গ্র্যান্ড স্লাম ফাইনালিস্ট জাবের দাঁড়াতেই পারেননি গত বছরের ফরাসি দিয়ে গ্র্যান্ড স্লাম মঞ্চে যাত্রা শুরু করা আন্দ্রেভার সামনে।
নিজের আদর্শ জাবেরকে এভাবে উড়িয়ে দিয়ে উচ্ছ্বাসে ভাসছেন রুশ কিশোরী।
শুক্রবার তৃতীয় রাউন্ডে উঠেছেন গতবারের দুই চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কা ও নোভাক জোকোভিচও। অস্ট্রেলিয়ার অ্যালেক্সি পপেরিনকে হারাতে অবশ্য চার সেট লড়তে হয়েছে সার্বিয়ান টেনিস সম্রাট জোকোভিচকে। অস্ট্রেলিয়ান ওপেনে এ নিয়ে টানা ৩০ ম্যাচ জিতলেন তিনি।