ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, নভেম্বর ২৩, ২০২৪ |

EN

‘সত্যিই কী এত কম গতি আমাদের’ বিস্ময় আফ্রিদির

স্পোর্টস ডেস্ক | আপডেট: শুক্রবার, জানুয়ারী ১২, ২০২৪

‘সত্যিই কী এত কম গতি আমাদের’ বিস্ময় আফ্রিদির

শাহিন শাহ আফ্রিদি

অস্ট্রেলিয়া সফরে ডিসেম্বর-জানুয়ারিতে তিন ম্যাচের টেস্ট সিরিজে পেস বোলিং সহায়ক উইকেটে গতির ঝড় তুলতে পারেননি পাকিস্তানের পেসাররা। যে কারণে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান।

সিরিজের শুরুতেই পাকিস্তানি পেসারদের গতির অভাব নজরে পড়ে সাবেক তারকা পেসার ওয়াকার ইউনিসের। পার্থ টেস্টের পর উত্তরসূরিদের গতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন কিংবদন্তি এই পেসার।

পার্থে পাকিস্তানের পেসারদের খুব কম বল ঘণ্টায় ১৪০ কিলোমিটারের গতি স্পর্শ করে। গড় গতি ছিল ঘণ্টায় ১৩২-১৩৩ কিলোমিটার। সেই সময় ওয়াকার বলেছিলেন, পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটেও এখন আর গতিময় বোলার দেখেন না তিনি।

অস্ট্রেলিয়া সফর শেষে নিউজিল্যান্ডে যায় পাকিস্তান ক্রিকেট দল। শুক্রবার থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজ দিয়ে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে পথচলা শুরু হবে শাহিন শাহ আফ্রিদির।

মাঠের লড়াই শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়া সফরে বলের গতি প্রসঙ্গে আফ্রিদি বলেন, ‘সত্যি কথা বলতে, যখন আমরা বোলিং করছিলাম, বড় পর্দার দিকে নিজেরাই তাকাচ্ছিলাম। ‘সত্যিই কী এত কম গতি আমাদের!’ বুঝে উঠতে পারছিলাম না। বোলিং করার সময় শুরু থেকেই অনেক চেষ্টা করছিলাম, তারপরও গতি উঠছিল ঘণ্টায় ১৩২-১৩৩ কি.মি পর্যন্ত।’

অস্ট্রেলিয়া সফরে নিজেদের বলের গতি দেখে অবাক হয়েছেন জানিয়ে আফ্রিদি বলেন, ‘খুবই অবাক হয়েছিলাম। আর ভাবছিলাম, সম্প্রচারকরা কি সিদ্ধান্ত নিয়েছে যে স্পিড গানে এর চেয়ে বেশি গতি দেখাবে না?’

পাকিস্তান-নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের পরের চার ম্যাচ মাঠে গড়াবে আগামী ১৪, ১৭, ১৯ ও ২১ জানুয়ারি।