সিডনি টেস্টে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। ১৩০ রানের টার্গেটে দুই উইকেট হারিয়ে জয় তুলে নেয় তারা। সিরিজের তিন ম্যাচেই হেরে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবলো পাকিস্তান। ডেভিড ওয়ার্নারের বিদায়ী টেস্টে ৮ উইকেটের বড় জয় পেয়েছে অস্ট্রেলিয়া।
অজি বোলিং তোপে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়েছিলো সফরকারীরা। শনিবার (৬ জানুয়ারি) ৭ উইকেটে ৬৭ রান নিয়ে খেলতে নেমে ১১৫তে ইনিংস গুটিয়ে যায় পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান ২৮ ও আমের জামাল ১৮ রান করেন। জস হ্যাজলউড ৪টি ও নাথাল লায়নের শিকার ৩টি উইকেট।
প্রথম ইনিংসে পাকিস্তানের ৩১৩ রানের জবাবে ২৯৯ রান করেছিলো অজিরা। সিরিজের শেষ ম্যাচে জয়ের জন্য ১৩০ রনের টার্গেটে শুরুতে ধাক্কা খায় স্বাগতিকরা। উসমান খাজাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন সাজিদ খান।বিদায়ি টেস্ট রাঙ্গাতে জ্বলে ওঠেন ডেভিড ওয়ার্নার।
প্রাথমিক ধাক্কা সামলাতে জুটি বাঁধেন মার্নাস লাবুশেনের সাথে। পাকিস্তানি বোলারদের ধৈর্যের পরীক্ষায় ফেলেন দুই ব্যাটসম্যান। এগিয়ে নিতে থাকেন দলের স্কোর। দুজনেই হাফসেঞ্চুরি পুর্ণ করেন। ১১৯ রানের জুটি গড়ে সাজঘরে ফেরেন ৫৭ তে থাকা ওর্য়ানার। স্টিভেন স্মিথকে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন লাবুশেন। ৬২তে অপরাজিত থাকেন তিনি।
ঘরের মাঠে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অর্ন্তভুক্ত তিনটি ম্যাচেই জিতলো অস্ট্রেলিয়া। এই ম্যাচ খেলেই টেস্ট ক্যারিয়ারের ইতি টানেন ইনফর্ম ডেভিড ওয়ার্নার।