ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ১৫, ২০২৪ |

EN

জয় দিয়ে নতুন বছর শুরু করেছে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক | আপডেট: শুক্রবার, জানুয়ারী ৫, ২০২৪

জয় দিয়ে নতুন বছর শুরু করেছে বার্সেলোনা
কষ্টের জয়ে নতুন বছর শুরু করেছে বার্সেলোনা। গতকাল স্প্যানিশ লা লিগায় লাস পালমাসের বিপক্ষে পিছিয়ে পড়ে ২-১'এ অ্যাওয়ে ম্যাচ জেতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এই জয়ে অ্যাটলেটিকো মাদ্রিদকে টপকে তৃতীয় স্থান দখলে নিয়েছে কাতালান জায়ান্টরা।

পালমাসের মাঠে শুরুর দিকে দুই ধাক্কায় কোণঠাসা হয়ে পড়ে বার্সা। একাদশ মিনিটে ডিফেন্ডার কানসেলো চোট পেয়ে মাঠ ছাড়ার পরের মিনিটেই গোল হজম করতে হয়। পালমাসের গোলদাতা মুনির এল হাদ্দাদি। এগিয়ে গিয়ে আরও উজ্জীবিত হয়ে ওঠা স্বাগতিকরা বার্সার রক্ষণে ভীতি ছড়াতে থাকে। ২৭ মিনিটে ভাগ্যের ফেরে গোলবঞ্চিত হয় তারা। সান্দ্রোর শট গোলরক্ষক পেনাকে ফাঁকি দিয়ে পোস্টে বাধা পায়। 

বিবর্ণ বার্সা দ্বিতীয়ার্ধের দশম মিনিটে সমতায় ফেরে। ডি-বক্সে রবের্তের পাস পেয়ে লক্ষ্যভেদ করেন তরেস। বার্সার আক্রমণে দিশেহারা পালমাসের কপাল পোড়ে যোগ করা সময়ে। ডি-বক্সে গিনদোয়ানকে ফাউল করে সিন্কগ্রাভেন লাল কার্ড দেখার পাশাপাশি প্রতিপক্ষকে পেনাল্টি উপহার দেন। সফল স্পট কিকে দলের জয় নিশ্চিত করেন গিনদোয়ান। 

১৯ খেলায় ৪১ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকোকে তিন পয়েন্ট পেছনে ফেলে তিনে উঠেছে বার্সা। সমান খেলায় রিয়াল ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে, জিরোনা সমান পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে।