Can't found in the image content. আইপিএলে মোস্তাফিজ উপযোগী: চেন্নাই সুপার কিং | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

আইপিএলে মোস্তাফিজ উপযোগী: চেন্নাই সুপার কিং

স্পোর্টস ডেস্ক | আপডেট: রবিবার, ডিসেম্বর ২৪, ২০২৩

আইপিএলে মোস্তাফিজ উপযোগী: চেন্নাই সুপার কিং
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে নিলামে থাকা মোস্তাফিজুর রহমান। তাকে ভিত্তিমূল্য দুই কোটি রুপিতে দলে নিয়েছে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিং। প্রথমবারের মতো চেন্নাইয়ে ডাক পেয়েছেন এ বোলার। 

আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়নরা জানালেন, মোস্তাফিজকে নেওয়ার চিন্তা আচমকা আসেনি। বরং নিলামের আগে থেকেই তার দিক নজর ছিল তাদের। কারণ হিসেবে তারা বলছেন, ঘরের মাঠের উইকেটে তার কার্যকারিতার কথা।

চেন্নাইয়ের ঘরের মাঠ চিপকের এমএ চিদম্বরম স্টেডিয়ামের উইকেট কিছুটা স্লো। এমন পিচে মোস্তাফিজের কার্যকারিতা প্রমাণিত। ঢাকার মিরপুরের পিচেও তার বহু সাফল্যগাঁথার পেছনে ভূমিকা রয়েছে একই রকম পিচের। এমন উইকেটে 'দ্য ফিজ'-এর স্লোয়ার ও কাটার বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।  

তা ছাড়া চিপকের দুই পাশের বাউন্ডারির বড় সীমানাও মোস্তাফিজ কাজে লাগাতে পারবেন। শনিবার নতুন সাইনিং নিয়ে কথা বলার সময় এসব কারণের কথা উল্লেখ করেন চেন্নাইয়ের প্রধান নির্বাহী কেএস বিশ্বনাথন। তিনি বলেন, আমাদের মনে হয়েছে— মাঠের দুই পাশের সীমানা বিবেচনায় নিয়ে চিপকের উইকেটে মোস্তাফিজ ভালো পছন্দ হতে পারে। (নিলামের আগে থেকেই) আমাদের ভাবনায় এসব ছিল। কিন্তু আমরা নিশ্চিত ছিলাম না যে তাদের পাব। সৌভাগ্যবশত এবারের নিলাম আমাদের ভালো কেটেছে।

আইপিএলে মোস্তাফিজের অভিজ্ঞতা দীর্ঘদিনের। এর আগে আরও চারটি ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন তিনি। অভিষেক আসরে তিনি খেলেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। প্রথমবারেই দলের শিরোপা জয়ে রাখেন গুরুত্বপূর্ণ অবদান। পরের আসরে একই দলের হয়ে খেললেও প্রত্যাশা পূরণ করতে পারেননি। এর পর মুম্বাই ইন্ডিয়ান ও রাজস্থান রয়্যালসে খেলেন এই বাঁহাতি 'কাটার মাস্টার'। সবশেষ মৌসুমে তাকে দেখা গেছে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে।