Can't found in the image content. ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন ম্যানসিটি | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক | আপডেট: শনিবার, ডিসেম্বর ২৩, ২০২৩

ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন ম্যানসিটি
প্রথমবার ক্লাব বিশ্বকাপে খেলতে এসে বাজিমাত করে পেপ গার্দিওলার দল। দুর্দান্ত খেলে উঠে আসে ফাইনালে। প্রতিপক্ষ লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন দল ব্রাজিলের ফ্লুমিনেন্সকে কোন প্রতিরোধই গড়তে দেয়নি ইউরোপ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ফিফা ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব ম্যানচেস্টার সিটি'র। ফাইনালে আলভারেসের নৈপুন্যে ফ্লুমিনেন্সকে ৪-০ গোলে হারায় সিটিজেনরা।

জেদ্দায় আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেসের চমৎকার ফিনিশিংয়ে প্রথম মিনিটেই এগিয়ে যায় সিটিজেনরা। ২৭ মিনিটে নিনোর আত্মঘাতী গোলে দ্বিগুণ হয় ব্যবধান। বিরতির পর আলভারেসের অ্যাসিস্ট থেকে প্রতিপক্ষের জালো বল জড়ান ফিল ফোডেন। 

একচেটিয়া আধিপত্যের ম্যাচে শেষ দিকে আরো একবার লক্ষ্যভেদ করেন আলাভারেন। ফ্লুমিনেন্সকে হারিয়ে ইংল্যান্ডের চতুর্থ দল হিসেবে ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতে নেয় ম্যানসিটি।

এর আগে এই কৃতিত্ব ছিল ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও লিভারপুলের। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ও প্রিমিয়ার লিগের সাথে এফএ কাপ শিরোপা জিতেছিল ম্যানচেস্টার সিটি। এই মৌসুমে উয়েফা সুপার কাপের সাথে জিতল ক্লাব বিশ্বকাপ। ২০২৩ সালে দলটির ঘরে গেল পঞ্চম শিরোপা।