নিউজিল্যান্ড সফরে একদিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে কিউদের হারিয়েছে বাংলাদেশ।
১৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) লিংকনের বার্ট সাটক্লিফ ওভালে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় ভোর রাত ৪ টায়।
প্রথমে ব্যাট করতে নেমে রিসাদ হোসেনের অলরাউন্ডিং পারফরম্যান্সে ৩০০ পেরিয়ে যায় বাংলাদেশ। শেষ দিকে এক বিধ্বংসী ইনিংস খেলে দলকে জয়ের ভীত গড়ে দেন এই স্পিনিং অলরাউন্ডার। মাত্র ৫৪ বলে ৮৭ রানের মারকুটে ইনিংস খেলেন রিসাদ। তার ইনিংসে ছিল ১১ টি চার ও ৪ টি ছক্কার মার।
৩৩৫ রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ড একাদশের শুরুটা কঠিন ছিল। বোলার হাসান মাহমুদ ষষ্ঠ ওভারের মধ্যে ২ টি উইকেট তুলে নেন।
বল হাতে ডানহাতি পেসার তানজিম হাসান সাকিব দুর্দান্ত বোলিং করেন।
পঞ্চম উইকেটে পপলি ও সন্দীপ প্যাটেল ১৭০ রানের পার্টনারশিপ গড়লে আফিফ হোসেন ধ্রুব তাদের দুজনকেই ফিরিয়ে দেন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কিউরা। শেষ পর্যন্ত ৩০৬ রানে গুটিয়ে গেলে বাংলাদেশ পায় ২৯ রানের জয়।
এর আগে, প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। তানজিদ হাসান তামিম (৪৬ বলে ৫৮) দ্রুত হাফ সেঞ্চুরি করেন। তামিম সৌম্য সরকারের (৫৬ বলে ৫৯) সাথে দ্বিতীয় উইকেটে ১০১ রান যোগ করেন। তানজিদের উদ্বোধনী সঙ্গী আনামুল হক ২৬ বলে ৩৩ রান করেন। চার নম্বরে নেমে লিটন দাস করেন ৬৩ বলে ৫৫ রান।
অন্যদিকে ব্যাট হাতে ব্যর্থ তৌহিদ হৃদয় ও আফিফ হোসেনের মতো ব্যাটসম্যানরা।