ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, জুলাই ৯, ২০২৪ |

EN

আইসিসির মাস সেরা হয়ে ইতিহাস গড়লেন নাহিদা আক্তার

স্পোর্টস ডেস্ক | আপডেট: সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩

আইসিসির মাস সেরা হয়ে ইতিহাস গড়লেন নাহিদা আক্তার
স্বদেশি ফারজানা হক ও পাকিস্তানের সাদিয়া ইকবালকে পেছনে ফেলে বিরাট এক কীর্তি গড়েছেন বাংলাদেশ নারী দলের বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে আইসিসির মাস সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন নাহিদা। নভেম্বর মাসের সেরা ক্রিকেটার নাহিদা।

সোমবার (১১ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে নভেম্বরের মাস সেরা হওয়ার খবর জানায় আইসিসি।

চলতি বছরের আগস্টে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় এর দুমাস পরেই ওয়ানডে সিরিজ জিতে ইতিহাস গড়া। এছাড়া সর্বশেষ দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম টি-টোয়েন্টি জয়। পাকিস্তানের বিপক্ষে রেকর্ড গড়া বোলিং করেছিলেন স্পিনার নাহিদা আক্তার। তার ঘূর্ণিতে বাংলাদেশ জিতেছিল টি-টোয়েন্টি সিরিজ।

শেষ সিরিজে ৭ উইকেট শিকার করে সিরিজ সেরার পুরস্কার জেতেন নাহিদা। তার বোলিং গড় ছিল মাত্র ১৪। এতে করে সেরা নির্বাচিত করতে বেশি বেগ পাওয়া লাগেনি আইসিসির।

এর আগে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি আইসিসির মাস সেরা হওয়ার মনোনয়নে থাকলেও সেরা হতে পারেননি। বাংলাদেশ থেকে প্রথম নারী ক্রিকেটার হিসেবে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ হয়ে ইতিহাস গড়লেন বাহাতি স্পিনার নাহিদা।