Can't found in the image content. চেলসিকে হারাল ম্যানইউ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

চেলসিকে হারাল ম্যানইউ

স্পোর্টস ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, ডিসেম্বর ৭, ২০২৩

চেলসিকে হারাল ম্যানইউ
মার্কোস রাশফোর্ডকে বেঞ্চে রেখে চেলসির বিপক্ষে ম্যাচ শুরু করেন টেন হ্যাগ। শুরুতে অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ পেনাল্টি মিস করে দলকে হতাশায় ডুবান।

কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার থেকে স্ট্রাইকারের মতো পারফরম্যান্স করা স্কট ম্যাকটমিনে দলকে বিপদ থেকে রক্ষা করেছেন। জোড়া গোল করে চেলসির বিপক্ষে দলকে ২-১ গোলের জয় এনে দিয়েছেন তিনি। 

ম্যাচের ৯ মিনিটে অধিনায়ক ব্রুনো পেনাল্টি মিস করেন। ১৯ মিনিটে তার হয়ে শাপমোচন করেন ম্যাকটমিনে। দলকে ১-০ গোলের লিড এনে দেন। কিন্তু প্রথমার্ধে লিড ধরে রাখতে পারেনি রেড ডেলিভসরা। 

ম্যাচের ৪৫ মিনিটে গোল করে চেলসির কোলে পালমার। দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে জয় এনে দেন স্কটিশ ডিফেন্সিভ মিডফিল্ডার ম্যাকটমিনে। 

ম্যানচেস্টার ইউনাইটেডের গোলের খাতা দেখলে ম্যাকটমিনেকে স্ট্রাইকার বলা ভুল হবে না। চলতি মৌসুমে ১২ ম্যাচ খেলে তিনি ৫ গোল করেছেন। স্ট্রাইকার রাশফোর্ড যেখানে মাত্র ২ গোল, ব্রুনো ফার্নান্দেজ ৩ গোল, গার্নাচো ১ গোল করতে পেরেছেন। অ্যান্তোনি তো গোলের দেখাই পাননি এখনও।