ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, মার্চ ১৬, ২০২৫ | ২ চৈত্র ১৪৩১

EN

বৃষ্টিতে অনিশ্চিত ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা

স্পোর্টস ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, ডিসেম্বর ৭, ২০২৩

বৃষ্টিতে অনিশ্চিত ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা
বৃষ্টির কারণে ঢাকা টেস্টে শুরু হয়নি দ্বিতীয় দিনের খেলা। আবাহাওয়ার পূর্বভাসে আজ সারাদিনই থেমে থেমে বৃষ্টি হওয়ার কথা। আর সেটি হলে, আগেভাগেই দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করে দিতে পারেন আম্পায়াররা। 

ঘূর্ণিঝড় ‘মিগজাউমের প্রভাবে গত রাতে শুরু হওয়া বৃষ্টি থামার লক্ষণ নেই। মিরপুর স্টেডিয়ামে সকাল সাড়ে আটটার দিকে বৃষ্টির তোড় কমে এলে ম্যাচের চতুর্থ আম্পায়ার তানভির আহমেদ ছাতা মাথায় মাঠ পর্যবেক্ষণ করে যান। 

আগের দিন মেঘাচ্ছন্ন কন্ডিশনে নির্ধারিত সময় সকাল সাড়ে নয়টায় শুরু হয় সিরিজের দ্বিতীয় টেস্ট। স্পিনিং ট্র্যাকে বাংলাদেশ টস জিতে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডের তিন স্পিনার অ্যাজাজ প্যাটেল, মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপ্সের কাছে ধরাশায়ী হয়ে চা-বিরতির পর ১৭২ রানে অলআউট হয়। অ্যাজাজ দুটি, স্যান্টনার ও ফিলিপ্স তিনটি করে উইকেট নেন। 'হ্যান্ডেল্ড দ্য বল' আউটে সমালোচিত হওয়া মুশফিকের ৩৫ রানই দলের পক্ষে সর্বোচ্চ সংগ্রহ হয়ে থাকে। 

সিলেট টেস্টে বাংলাদেশের স্পিন তোপে ১৫০ রানে হেরে যাওয়া কিউই ব্যাটসম্যানরা মিরপুরেও দাঁড়াতে পারেনি। মিরাজ ও তাইজুলের ঘূর্ণি বলে ৪৬ রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে দিন শেষে ৫৫ তুলতে পারে তারা। মিরাজ তিনটি, তাইজুল দুটি উইকেট নেন।