Can't found in the image content. বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালের টিকিট বিক্রি শুরু | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালের টিকিট বিক্রি শুরু

স্পোর্টস ডেস্ক | আপডেট: শুক্রবার, নভেম্বর ১০, ২০২৩

বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালের টিকিট বিক্রি শুরু
বিশ্বকাপের গ্রুপপর্ব শেষ হচ্ছে আগামী রবিবার। এরপর বুধবার থেকে নক আউট পর্বের ম্যাচ শুরু হতে যাচ্ছে। নক আউট পর্বে রয়েছে দুটি সেমিফাইনাল ও ফাইনাল। নক আউট পর্বকে সামনে রেখে শেষ সেটের টিকেট বিক্রি শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার রাত থেকে। 

মুম্বাইয়ে প্রথম সেমিফাইনাল ও ১৬ নভেম্বর কলকাতায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল। ১৯ নভেম্বর আহমেদাবাদে হবে ফাইনাল।

বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় এই তিনটি ম্যাচের টিকেট আজ স্থানীয় সময় রাত ৮ টা থেকে বিশ্বকাপের অফিসিয়াল টিকেটিং ওয়েবসাইটে। বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে বিশ্বকাপের শেষ মুহূর্তেও আবহ উপভোগ করার এটাই ক্রিকেট সমর্থকদের সামনে শেষ সুযোগ। 

ইতোমধ্যেই ভারত, দক্ষিণ আফ্রিকা ও নিউজ্যিলান্ড বিশ্বকাপের সেমিফাইনালের টিকেট পেয়ে গেছে। বাকি থাকা একটি স্থানের জন্য লড়াইয়ে এখনো টিকে আছে নিউজিল্যান্ড, পাকিস্তান ও আফগানিস্তান। এই তিনটি দলই আট ম্যাচে চারটি করে জয় নিয়ে সেমির আশা টিকিয়ে রেখেছে।