Can't found in the image content.
স্পোর্টস ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, নভেম্বর ২৫, ২০২১
স্বাগতিক
বাংলাদেশ ও সফরকারী পাকিস্তানের
মধ্যকার দুই ম্যাচ টেস্ট
সিরিজের প্রথম ম্যাচের (চট্টগ্রাম টেস্ট) টিকিটের মূল্য তালিকা প্রকাশ করা হয়েছে। টি-টোয়েন্টি সিরিজের মত এই ম্যাচের
টিকিটও পাওয়া যাবে ম্যাচ শুরুর
আগের দিন থেকে।
আগামী
২৬ নভেম্বর থেকে শুরু হবে
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি। ম্যাচের টিকিট পাওয়া যাবে ২৫ নভেম্বর
থেকে। ম্যাচের ভেন্যু সাগরিকা খ্যাত জহুর আহমেদ চৌধুরী
স্টেডিয়াম সংলগ্ন সাগরিকা বিআইটিএসি মোড় (সিটি কর্পোরেশনের
কাছে) ছাড়াও টিকিট কেনা যাবে এম
এ আজিজ স্টেডিয়ামের টিকিট
কাউন্টার থেকে।
টেস্টের
প্রতিদিনের খেলা দেখতে দর্শকদের
অন্তত ১০০ টাকা খরচ
করতে হবে। তাতে মিলবে
ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট। এছাড়া ক্লাস হাউজের টিকিট ২০০ টাকা, আন্তর্জাতিক
স্ট্যান্ডের টিকিট ৩০০ টাকা ও
রুফ টপ হসপিটালিটি টিকিট
৫০০ টাকা দামে কিনতে
পারবেন দর্শকরা।
এই
সিরিজের খেলা দেখতে হলেও
দুই ডোজ করোনা ভ্যাকসিন
গ্রহণ বাধ্যতামূলক। স্টেডিয়ামে প্রবেশের আগে ১৮ বা
তারও বেশি বয়সীদের করোনা
ভ্যাকসিন সনদ নিরীক্ষা করা
হবে বলে জানিয়েছে বাংলাদেশ
ক্রিকেট বোর্ড (বিসিবি)।
উল্লেখ্য,
প্রতিদিন সকাল ৯টা থেকে
বিকাল ৫টা পর্যন্ত টিকিট
বিক্রি চলবে নির্ধারিত দুই
কেন্দ্রে।
একনজরে
চট্টগ্রাম টেস্টের টিকিটের মূল্য
ইস্টার্ন
স্ট্যান্ড – ১০০ টাকা
ক্লাব
হাউজ (ইস্ট) – ২০০ টাকা
ইন্টারন্যাশনাল
স্ট্যান্ড – ৩০০ টাকা
রুফ
টপ হসপিটালিটি – ৫০০ টাকা