ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

ভারত-দক্ষিণ আফ্রিকার হাইভোল্টেজ ম্যাচ আজ

স্পোর্টস ডেস্ক | আপডেট: রবিবার, নভেম্বর ৫, ২০২৩

ভারত-দক্ষিণ আফ্রিকার হাইভোল্টেজ ম্যাচ আজ
এবারের বিশ্বকাপে যে ম্যাচটির দিকে সবাই তাকিয়ে, সেই ভারত-দক্ষিণ আফ্রিকা লড়াই আজ। স্বাগতিকরা সাত ম্যাচের সবকটি জিতে উড়ছে। সমান খেলায় প্রোটিয়ারা নেদারল্যান্ডসের বিপক্ষে হার ছাড়া বাকি ছয় ম্যাচে 'দানবীয়' ব্যাটিংয়ে জয়োৎসব করেছে। কলকাতার ইডেন গার্ডেন্সে রবিবার (৫ নভেম্বর) দুপুর আড়াইটায় মাঠে গড়াবে হাইভোল্টেজ ম্যাচটি। 

১০ দলের শ্রেষ্ঠত্যের লড়াইয়ে এখন পর্যন্ত অজেয় স্বাগতিক ভারত। টানা সাত ম্যাচের জয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রোহিত শর্মার দল। নিশ্চিত হয়েছে সেমিফাইনাল। ইনফর্ম বিরাট কোহলি, রোহিত শর্মার ব্যাটে রানের ফোয়ারা। বোলিংয়ে প্রতিপক্ষ ব্যাটারদের জন্য ভয়ঙ্কর হয়ে উঠেছেন মোহাম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, কুলদ্বিপ যাদব, মোহাম্মদ সিরাজরা। ৭ ম্যাচে সর্বোচ্চ ১৫ উইকেট বুমরাহ'র। আর মাত্র ৩ ম্যাচে ১৪ উইকেটে শামি'র।  

ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে হারদিক পান্ডিয়ার ছিটকে যাওয়াটা দুঃসংবাদ ভারতের জন্য। দলে সুযোগ পেয়েছেন পেসার প্রশিদ কৃষ্ণা। কলকাতার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটিতে থাকছে জমাট লড়াইয়ের আভাস। জয়ের ধারা বজায় রাখার আশা টিম ইন্ডিয়ার। 

নেদারল্যান্ডসের কাছে অঘটনের শিকার হওয়া ছাড়া বাকি ছয় ম্যাচেই আধিপত্য দেখিয়েছে দক্ষিণ আফ্রিকা। সাত ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শেষ চারের দ্বারপ্রান্তে প্রোটিয়ারা। বিশ্বকাপে ব্যাটিংয়ে রাজত্ব করছেন কুইন্টন ডি কক। ৪ সেঞ্চুরিতে ৫৪৫ রান নিয়ে সবার উপরে তিনি। ছন্দে আছেন এইডেন মার্করাম, ভ্যান ডার ডুসেনরাও। বোলিংয়ে সর্বোচ্চ ১৬ উইকেট মার্কো জেনসানের। তার সাথে শিকারি বোলিং কোয়েতজে, রাবাদা, মহারাজাদেরও। 

ভারতকে হারালেই সেমিফাইনাল নিশ্চিত হবে প্রোটিয়াদের। ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ টেম্বা বাভুমাদের জন্য। টিম স্পিরিটে পূর্ণ দুই পয়েন্ট অর্জনের আত্মবিশ্বাস তাদের।  

বিশ্বকাপ পরিসংখ্যানে ৫ ম্যাচের মধ্যে দক্ষিণ আফ্রিকা জিতেছে তিনটিতে আর ভারতের জয় দুটিতে।