ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, জুলাই ১, ২০২৪ |

EN

টস জিতে ব্যাটিং বেছে নিলেন শ্রীলঙ্কার নতুন অধিনায়ক

স্পোর্টস ডেস্ক | আপডেট: সোমবার, অক্টোবর ১৬, ২০২৩

টস জিতে ব্যাটিং বেছে নিলেন শ্রীলঙ্কার নতুন অধিনায়ক
নিয়মিত অধিনায়ক দাসুন শানাকা ইনজুরিতে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। ফলে শ্রীলঙ্কা দলের নেতৃত্ব উঠেছে কুশল মেন্ডিসের কাঁধে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে তার নেতৃত্ব। ২৬ তম লঙ্কান অধিনায়ক হিসেবে আজ টস করেছেন তিনি। টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন। ফিল্ডিংয়ে নামছে অস্ট্রেলিয়া।

লখণৌর অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে দুপুর আড়াইটাই শুরু হচ্ছে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া ম্যাচটি। দুদলের কেউই বিশ্বকাপে এখনো জয়ের মুখ দেখেনি। তািই ক্ষুধার্থ থেকেই আজ মাঠে নামছে দুদল।

লঙ্কান দলে আজ দুটি পরিবর্তন এসেছে। শানানার পরিবর্তে একাদশে এসেছেন চামিকা করুণারকেত্ন। অন্যদিকে মাহিশা থিকসেনার পরিবর্তে এসেছেন পেসার লাহিরু কুমারা। অপরিবর্তিত একাদশ নিয়েই খেলছে প্যাট কামিন্সের দল।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসানকা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথা আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, চামিকা করুণারত্নে, দিনুথ ভেল্লালাগে, মাহেশ থিকসেনা, দিলশান মাদুশাঙ্কা ও লাহিরু কুমারা।

অস্ট্রেলিয়া একাদশ: মিচেল মার্শ, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, মার্নাশ লাবুশানে. জস ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, এডাম জাম্পা ও জস হ্যাজেলউড।