ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

ইংল্যান্ডকে হারিয়ে আফগানিস্তানের ইতিহাস

স্পোর্টস ডেস্ক | আপডেট: সোমবার, অক্টোবর ১৬, ২০২৩

ইংল্যান্ডকে হারিয়ে আফগানিস্তানের ইতিহাস
এবারের বিশ্বকাপে এই প্রথম বড় কোনো অঘটনের জন্ম দিলো আফগানিস্তান। আগের দুই ম্যাচে গো-হারা আফগানিস্তান আজ দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে হারিয়ে দিয়েছে গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৬৯ রানে হারিয়ে চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে আফগানিস্তান।

রবিবার (১৫ অক্টোবর) দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৪৯ ওভার পাঁচ বলে সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৮৪ রান তোলে আফগানিস্তান। জবাবে ব্যাটিং ব্যর্থতায় ৪০ ওভার তিন বলে উইকেট সব হারিয়ে ২১৫ রান তোলে ইংল্যান্ড। 

এটি বিশ্বকাপ ইতিহাসে আফগানদের দ্বিতীয় জয়। আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় অর্জনও বলা চলে। ২৮৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বাজে শুরু করে ইংল্যান্ড। দলীয় তিন রানে দলটি হারায় ওপেনার জনি বেয়ারস্টোর উইকেট। ফজল হক ফারুকীর বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন ডানহাতি এই ব্যাটার। চার বলে দুই রানের বেশি করতে পারেননি তিনি।

সংক্ষিপ্ত স্কোর

আফগানিস্তান : ৪৯.৫ ওভারে ২৮৪/১০ (গুরবাজ ৮০, জাদরান ২৮, রহমত ৩, শাহিদী ১৪, ওমরজাই ১৯, ইকরাম ৫৮, নবী ৯, রশিদ ২৩, মুজিব ২৮, নবীন ৫, ফারুকী ২; ওকস ৪-০-৪১-০, টপলি ৮.৫-১-৫২-১, কারান ৪-০-৪৬-০, রশিদ ১০-১-৪২-৩, উড ৯-০-৫০-২, লিভিংস্টোন ১০-০-৩৩-১, রুট ৪-০-১৯-১)

ইংল্যান্ড : ৪০.৩ ওভারে ২১৫/১০ (বেয়ারস্টো ২, মালান ৩২, রুট ১১, ব্রুক ৬৬, বাটলার ৯, লিভিংস্টোন ১০, কারান  ১০, ওকস ৯, রশিদ ২০, উড ১৮, টপলি ১৫; মুজিব ১০-১-৫১-৩, ফারুকী ৭-০-৫০-১, নবীন ৬-১-৪৪-১, নবী ৬-০-১৬-২, রশিদ ৯.৩-১-৩৭-৩, ওমরজাই ২-০-১৩-০)