Can't found in the image content. ইংল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানরা লড়াই করবে আজ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

ইংল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানরা লড়াই করবে আজ

স্পোর্টস ডেস্ক | আপডেট: রবিবার, অক্টোবর ১৫, ২০২৩

ইংল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানরা লড়াই করবে আজ
আইসিসি ওয়ানডে বিশ্বকাপে আজ একটাই ম্যাচ। ডিফেন্ডিং বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের প্রতিপক্ষ আফগানিস্তান। দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে আসরের ১৩তম ম্যাচটি।   

ওয়ানডে এবং টি-টোয়েন্টি, সাদা বলের দুই ফরম্যাটেই বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তবে ভারত বিশ্বকাপে এখনো নিজেদের সেরা ফর্মে ফিরতে পারেনি ২০১৯ আসরের চ্যাম্পিয়নরা। উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে হেরে বিশ্বকাপ মিশন শুরু করার পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ১৩৭ রানে হারায় জস বাটলারের দল। আফগানিস্তানের বিপক্ষে পরিস্কার ফেভারিট হয়েই মাঠে নামবে তারা। 

সেমিফাইনালের পথে এগিয়ে যেতে এ ম্যাচে জয় গুরুত্বপূর্ণ ইংলিশদের। অন্যদিকে, চলতি বিশ্বকাপে 'আন্ডারডগ' আফগানিস্তান। প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে ১৫৬ রানে অলআউট হয়ে বাংলাদেশের কাছে ৬ উইকেটে হারে হাসমতুল্লাহ শাহিদিরা। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে ২৭২ রান করেও হার তাদের ৮ উইকেটে। 

ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে খেলে দুটিতেই হেরেছে আফগানরা। দুই দলের অভিজ্ঞতা, সাফল্য ও শক্তির পার্থক্যে ইংলিশদের কাছে অনেক পিছিয়ে আফগানরা। তারপরও রশিদ খান, মোহাম্মদ নবি, মুজিবুর রহমানদের স্পিন ঘুর্নিতে আফগানস্তান যদি অঘটন ঘটাতে পারে, তা হবে বিশ্বকাপের ইতিহাসে অন্যতম বড়ো কোনো আপসেট।