আইসিসি ওয়ানডে বিশ্বকাপে আজ একটাই ম্যাচ। ডিফেন্ডিং বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের প্রতিপক্ষ আফগানিস্তান। দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে আসরের ১৩তম ম্যাচটি।
ওয়ানডে এবং টি-টোয়েন্টি, সাদা বলের দুই ফরম্যাটেই বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তবে ভারত বিশ্বকাপে এখনো নিজেদের সেরা ফর্মে ফিরতে পারেনি ২০১৯ আসরের চ্যাম্পিয়নরা। উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে হেরে বিশ্বকাপ মিশন শুরু করার পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ১৩৭ রানে হারায় জস বাটলারের দল। আফগানিস্তানের বিপক্ষে পরিস্কার ফেভারিট হয়েই মাঠে নামবে তারা।
সেমিফাইনালের পথে এগিয়ে যেতে এ ম্যাচে জয় গুরুত্বপূর্ণ ইংলিশদের। অন্যদিকে, চলতি বিশ্বকাপে 'আন্ডারডগ' আফগানিস্তান। প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে ১৫৬ রানে অলআউট হয়ে বাংলাদেশের কাছে ৬ উইকেটে হারে হাসমতুল্লাহ শাহিদিরা। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে ২৭২ রান করেও হার তাদের ৮ উইকেটে।
ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে খেলে দুটিতেই হেরেছে আফগানরা। দুই দলের অভিজ্ঞতা, সাফল্য ও শক্তির পার্থক্যে ইংলিশদের কাছে অনেক পিছিয়ে আফগানরা। তারপরও রশিদ খান, মোহাম্মদ নবি, মুজিবুর রহমানদের স্পিন ঘুর্নিতে আফগানস্তান যদি অঘটন ঘটাতে পারে, তা হবে বিশ্বকাপের ইতিহাসে অন্যতম বড়ো কোনো আপসেট।