ক্রিকেটের চিরপ্রতিদ্বন্দ্বী ও জমজমাট ম্যাচে মাঠে নামছে ও পাকিস্তান। আহমেদাবাদে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি বাবর আজম ও রোহিত শর্মা। ম্যাচের আগে টস জিতেচেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন তিনি। ফলে আগে ব্যাটিং করবেন বাবর আজমরা।
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু ম্যাচটি। এর আগে বিশ্বকাপে নিজেদের ভিন্ন দুটি ম্যাচেই জয় পেয়েছে ভারত ও পাকিস্তান। আজ যে জিতবে সে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে যাবে।
পাকিস্তান একাদশ: আব্দুল্লাহ শফিক, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নেওয়াজ, হাসান আলী, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদ্বীপ যাদব, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ