ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, জুলাই ১, ২০২৪ |

EN

ব্যাটিং অর্ডারে বারবার পরিবর্তন, মুখ খুললেন শান্ত

স্পোর্টস ডেস্ক | আপডেট: শনিবার, অক্টোবর ১৪, ২০২৩

ব্যাটিং অর্ডারে বারবার পরিবর্তন, মুখ খুললেন শান্ত
বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডার নিয়ে পরখ চলছেই। নাজমুল হোসেন শান্ত ৩ নম্বরে ভালো করা সত্ত্বেও তাকে খেলানো হচ্ছে ৪ নম্বরে। মেহেদী হাসান মিরাজ খেলছেন টপ অর্ডারে। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদেরও ব্যাটিং পজিশন নির্ধারিত নয়। এমন পরিবর্তনে যে সুফল মিলছে, তাও নয়। 

ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে বাজেভাবে হারের পর অনেকেই কাঠগড়ায় তুলেছেন ব্যাটিং ইউনিটের এত ওলটপালটকে। তবে বাংলাদেশ দলের সহঅধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন, ব্যাটিং ইউনিটের পরিবর্তন নিয়ে কারো আপত্তি নেই। কোচ ও অধিনায়কের সিদ্ধান্ত অনুযায়ী সবাই মানিয়ে নিচ্ছেন। 

'এটা কোচ-ক্যাপ্টেন বলতে পারবে। আমরা যারা ব্যাটিং করি সবাই জানি কে কখন ব্যাট করবে, যেই ম্যাচে খেলতে আসে সবাই জানে। এটার পেছনের কারণ ক্যাপ্টেন-কোচ আরও স্পষ্ট করে বলতে পারবে। দলের জন্য যেকোনো পজিশনে খেলতে প্রস্তুত। ’ 

৪ নম্বরেও রান করেছি, এমন না একদমই করিনি। ২ ইনিংস হয়নি। পুরোটাই কোচ-ক্যাপ্টেনের ডিসিশন। আমি খুশি, যে পজিশনেই ব্যাট করতে বলবে আমি প্রস্তুত।'

অভ্যস্ততার বাইরে অন্য কোনো পজিশনে খেলতে গেলে মানিয়ে নিতে হয় জানিয়ে এই ব্যাটার আরও বলেন, 'একটু তো মানিয়ে নেওয়াই লাগে। আমার মনে হয় এখানে সবার এই ফ্লেক্সিবিলিটি দরকার, যেকোনো পজিশনে ব্যাটিং করার। 

এটা বলব না হঠাৎ করে হয়। সব ব্যাটার জানে। এটা নিয়ে খুব বেশি কথাবার্তা প্রয়োজন মনে হচ্ছে না। এটা কোচ-ক্যাপ্টেন যেভাবে সিদ্ধান্ত নেয় সেভাবেই আমরা ব্যাট করি।'

ব্যাটিং অর্ডার পরিবর্তন করে সুফল আসছে না বলেই এত সমালোচনা হচ্ছে মনে করেন শান্ত। তার ভাষায়, 'এশিয়া কাপে মিরাজ তিনে আমি চারে খেললাম আফগানিস্তানের সঙ্গে, তখন কোনো কথা হয়নি। 

এটা ঠিক-ভুলের কিছু নেই। আমরা ব্যাটাররা রান করতে পারিনি। আমি ও মিরাজ ডানহাতি বাহাতি কম্বিনেশনের চিন্তা করি। নতুন বলে যেহেতু দুজন বাঁহাতি হয়ে গেলে সমস্যা হয়, নিচের দিকে বাঁহাতি ব্যাটারও নেই। ডানহাতি বাঁহাতি চিন্তা করে এটা করি।'