Can't found in the image content. ‘আমি ঘুমাচ্ছিলাম না, ক্যামেরার দোষ’ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

‘আমি ঘুমাচ্ছিলাম না, ক্যামেরার দোষ’

স্পোর্টস ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, অক্টোবর ৫, ২০২৩

‘আমি ঘুমাচ্ছিলাম না, ক্যামেরার দোষ’

আইসিসি বিশ্বকাপ-২০২৩

বিশ্বকাপের ক্যাপ্টেন্স মিট যেন ঠিক জমে উঠছিল না। আলোচনার সবটা জুড়েই শুধু ভারত-পাকিস্তান দ্বৈরথ। 

একপর্যায়ে সঞ্চালক রবি শাস্ত্রী ও ইয়ন মরগান সাকিব আল হাসানের কাছে এলেন। বাংলাদেশ দলের অধিনায়ক মাইক্রোফোন তুলে নিতেই দেখা গেল- টেম্বা বাভুমা ঘুমাচ্ছেন!

প্রোটিয়া অধিনায়কের সেই দৃশ্য ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। শুরু হয় ট্রলের বন্যা। 

বাভুমার ঘুমের কথাই ঘটা করে প্রচার করেছিল ইংল্যান্ডের সমর্থক গোষ্ঠী বার্মি আর্মি। তবে তাদের কড়া প্রতিবাদ জানিয়ে বাভুমা লিখেছেন, তিনি ঘুমে ছিলেন না, দোষ ক্যামেরার।

বার্মি আর্মির অফিসিয়াল এক্স একাউন্ট থেকে বাভুমার ঘুমের ছবি পোস্ট করে লিখা হয়, 'বিশ্বকাপের অধিনায়কদের কনফারেন্সে বাভুমা ঘুমিয়ে গেছেন।' 

সেই পোস্টের কমেন্ট বক্সে বাভুমা প্রতিক্রিয়া জানিয়েছেন এভাবে, 'আমি ক্যামেরার এঙ্গেলকে দোষ দিব। আমি ঘুমাচ্ছিলাম না।