Can't found in the image content. ৪৮ বছর পর বিশ্বকাপের একক দায়িত্ব পেল ভারত | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

৪৮ বছর পর বিশ্বকাপের একক দায়িত্ব পেল ভারত

স্পোর্টস ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, অক্টোবর ৫, ২০২৩

৪৮ বছর পর বিশ্বকাপের একক দায়িত্ব পেল ভারত
১০ দলের বিশ্বকাপ। এই ১০ দলের মধ্যে পাঁচটিই এশিয়ার প্রতিনিধি। আবার আসরও বসছে এশিয়াতে। ৫ অক্টোবর থেকে টানা ৪৫ দিন ক্রিকেট খেলায় বুঁদ হয়ে থাকার সুযোগ এসেছে।

চার বছর পর পর ৫০ ওভারের এই বিশ্বকাপ প্রথমবার হচ্ছে ভারতে। এ খেলা ঘিরে চলছে চুলচেরা বিশ্লেষণ। এবারের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের এমনই পাঁচটি দিক থাকছে আপনাদের জন্য। 

এই প্রথম পুরোপুরি এককভাবে বিশ্বকাপ আয়োজন করছে দুইবারের চ্যাম্পিয়ন ভারত। ১৯৮৭ সালে প্রথমবার ভারত বিশ্বকাপ আয়োজকের তালিকায় নাম লেখায়, সেবার সঙ্গী ছিল পাকিস্তান। এরপর ১৯৯৬ সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হয় এই উপমহাদেশের তিন দেশ ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কায়।

২০১১ সালে প্রথমবার আয়োজকের খাতায় নাম লেখায় বাংলাদেশ, সেবারও তিন দেশ-বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা মিলে বিশ্বকাপের ম্যাচগুলো হোস্ট করে। এর এক যুগ পরে ও বিশ্বকাপ শুরুর ৪৮ বছর পর এসে এককভাবে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল ভারত।