স্পোর্টস ডেস্ক | আপডেট: রবিবার, নভেম্বর ২১, ২০২১
পাকিস্তানের
বিপক্ষে বাংলাদেশের সিরিজ হারের খবরকে ছাপিয়ে গিয়েছে মাঠে দর্শক ঢুকে
পড়ার ঘটনা। বায়ো-বাবল ভেঙে
খেলার মাঝপথে হুট করে মাঠে
ঢুকে পড়েন রাসেল নামে
একজন দর্শক। পরে নিরাপত্তাকর্মীদের সহযোগিতায় তাকে
জিজ্ঞাসাবাদের জন্য মিরপুর মডেল
থানায় নেওয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে।
দেশের প্রচলিত আইনে তার সাজা
হবে বলে জানা গেছে।
মিরপুর
জোনের পেট্রোল ইনেসপেক্টর মোহাম্মদ মাহফুজুল হক বকশি গণমাধ্যমকে
বলেন, ‘আইনগতভাবে যেটি ঘটার সেটিই
ঘটবে। আমরা প্রথম যে
কাজটি করেছি, ঘটনা ঘটার পরেই
তাকে হেফাজতে নিয়ে নিয়েছি। আমাদের
ডিসি স্যার ছিলেন, উনি সঙ্গে করেই
থানায় নিয়ে গেছেন।’
নিরাপত্তা
নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের
সিকিউরিটি লেবেল তো আসলে ভালোই
ছিল। জৈব সুরক্ষা বলয়ের
কারণে আমাদের যেখানে যেখানে প্রবেশ করা সম্ভব আমরা
সব জায়গায় নিরাপত্তা নিশ্চিত করেছি। ও মূলত টিকিট
কেটেই ঢুকেছিল। ওর পরিকল্পনাই ছিল।
ও মুস্তাফিজুর রহমানের পাগল ফ্যান। তো
পরিকল্পনা করেই ঢুকেছিল। টিকিট
কেটে তার জায়গাতেই ঢুকেছিল,
হঠাৎ করে এই ঘটনাটি
ঘটিয়েছে।’
জানা
গেছে কুমিল্লা শহরে বাড়ি রাসেলের।
বাবার নাম জাকির হোসেন।
ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের
ছাত্র তিনি।