ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪ |

EN

ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষস্থান মজবুত করল আর্জেন্টিনার।

স্পোর্টস ডেস্ক | আপডেট: শুক্রবার, সেপ্টেম্বর ২২, ২০২৩

ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষস্থান মজবুত করল আর্জেন্টিনার।
দ্বিতীয় স্থানে থাকা ফ্রান্সের সঙ্গে লিওনেল মেসিদের ব্যবধান আরও বেড়ে গেল।

বৃহস্পতিবার নতুন র‍্যাংকিং প্রকাশ করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তালিকায় ওপরে থাকা আর্জেন্টিনার পয়েন্ট বেড়ে হয়েছে ১৮৫১.৪১। গত জুলাইয়ে সবশেষ প্রকাশিত র‍্যাংকিংয়ে ১৮৪৩.৭৩ পয়েন্ট ছিল মেসিদের। 

দুই নম্বর পজিশনে থাকা ফ্রান্স ৮.৬৫ পয়েন্ট পিছিয়ে গেছে। আগের র‍্যাংকিংয়ে আর্জেন্টিনার সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ছিল মাত্র ০.১৯।

তিন নম্বর পজিশনে থাকা ব্রাজিলের পয়েন্ট ৯.৩৪ বেড়ে ১৮৩৭.৬১ হয়েছে। ফিফার প্রকাশিত র‌্যাংকিংযে চতুর্থ থেকে সপ্তম স্থান পর্যন্ত কারও অবস্থান পরিবর্তন হয়নি।

এক ধাপ এগিয়ে আটে উঠে এসেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। তাদের জায়গা দিতে গিয়ে নয়ে নেমে গেছে ইতালি। দশম স্থান রয়েছে স্পেনের দখলে।

আফ্রিকার দলগুলোর মধ্যে শীর্ষে রয়েছে মরক্কো। তারা একধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠে এসেছে। এশিয়ার দলগুলোর মধ্যে শীর্ষে রয়েছে জাপান। তারা আছে ১৯তম পজিশনে।