Can't found in the image content. এশিয়া কাপ জিতে কত টাকা পেল ভারত | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

এশিয়া কাপ জিতে কত টাকা পেল ভারত

স্পোর্টস ডেস্ক | আপডেট: সোমবার, সেপ্টেম্বর ১৮, ২০২৩

এশিয়া কাপ জিতে কত টাকা পেল ভারত
শ্রীলংকাকে গুঁড়িয়ে দিয়ে অষ্টমবারের মতো এশিয়া কাপ জিতল ভারত। রোববার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ফাইনালে ১০ উইকেটের বিশাল জয় পায় বিরাট কোহলি ও রোহিত শর্মারা। 

শিরোপা জিতে মোটা অঙ্কের আর্থিক পুরস্কারও পায় ভারত। চ্যাম্পিয়ন হয়ে ভারত পায় ২ লাখ ডলার। এই টাকা সাধারণত দলের সব সদস্য এবং সাপোর্ট স্টাফদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়। 

ফাইনালে হেরে রানার্সআপ হওয়া শ্রীলংকা পায় ১ লাখ ডলার। এশিয়া কাপের সেমিফাইনালে ওঠা বাংলাদেশ ও পাকিস্তান পায় ৫১ লাখ টাকা করে। পঞ্চম স্থানাধিকারী আফগানিস্তান পেয়েছে ১০ লাখ টাকা। তবে প্রথমবার এশিয়া কাপ খেলতে এসে ষষ্ঠ দল হিসেবে শেষ করা নেপাল কোনো অর্থ পাবে না।

প্রতিটি ম্যাচের সেরা ক্রিকেটার পাবেন ৪ লাখ টাকা করে। ফাইনাল ম্যাচে ৬ উইকেট শিকার করে ম্যাচ সেরা হয়ে ৪ লাখ টাকা পান মোহাম্মদ সিরাজ। তিনি পুরো টাকাই মাঠকর্মীদের দান করে দিয়েছেন।

ফাইনালে সেরা ক্যাচের পুরস্কার হিসেবে আড়াই লাখ টাকা পেলেন রবীন্দ্র জাদেজা। টুর্নামেন্ট সেরা হয়ে প্রায় সাড়ে ১২ লাখ টাকা পেলেন কুলদীপ যাদব।