Can't found in the image content. এশিয়ার সেরা হয়ে যা বললেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

এশিয়ার সেরা হয়ে যা বললেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা

স্পোর্টস ডেস্ক | আপডেট: সোমবার, সেপ্টেম্বর ১৮, ২০২৩

এশিয়ার সেরা হয়ে যা বললেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা
শ্রীলংকাকে হারিয়ে এশিয়া কাপের অষ্টম শিরোপা জিতল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। 

রোববার শ্রীলংকায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলংকাকে ১৫.২ ওভারে ৫০ রানে গুঁড়িয়ে দিয়ে ১০ উইকেটের বড় ব্যবধানে জয় পায় ভারত।

অষ্টম শিরোপা জয়ের পর ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেন, এটা একটি দুর্দান্ত পারফরম্যান্স ছিল, বিশেষ করে ফাইনালে এসে এরকম খেলা। আমাদের পেস বোলাররা কঠোর পরিশ্রম করেছে, তাদের এভাবে জ্বলে উঠতে দেখে আমি খুবই আনন্দিত। ফাইনাল ম্যাচে এমন পারফরম্যান্স হবে আমি কখনো ভাবিনি। 

ভারতীয় অধিনায়ক আরও বলেন, আমরা এই সিরিজে যথাসাধ্য চেষ্টা করেছি। এই শিরোপা জয় বিশ্বকাপের আগে আমাদের আত্মবিশ্বাস জোগাবে। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে শুরুতে চাপে পড়ে যাওয়ার পরও বিরাট কোহলি ও লোকেশ রাহুলের সেঞ্চুরিতে আমরা রানের পাহাড় গড়ে ২২৮ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতেছি। আশা করি বিশ্বকাপে এ পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারব।