ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, জুলাই ৫, ২০২৪ |

EN

শিশিরের ভালোবাসায় সিক্ত সাকিব

স্পোর্টস ডেস্ক | আপডেট: শনিবার, সেপ্টেম্বর ১৬, ২০২৩

শিশিরের ভালোবাসায় সিক্ত সাকিব
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে জয় পেল বাংলাদেশ। পরাজয়ে এশিয়া কাপ শুরু করা সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি আসর শেষ করেছে জয় দিয়ে।

এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে পরাশক্তি ভারতকে ১১ বছর পর আবার হারায় বাংলাদেশ ক্রিকেট দল। এই জয়ের আত্মবিশ্বাস আসন্ন ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন খেলোয়াড়রা।

সাকিবদের সফলতা উপভোগ করেন তাদের পরিবারও। ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর স্ত্রীর ভালোবাসায় সিক্ত হয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক। 

৮৫ বলে ৮০ রান ও ৪৩ রানে ১ উইকেট পাওয়ায় অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছেন সাকিব। স্বামীর দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা করতে দেরি করেননি স্ত্রী উম্মে আল হাসান শিশির। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কের স্ত্রী ফেসবুকে পোস্ট করেছেন, ‘আই লাভ ইউ সাকিব আল হাসান।’ 

এই লেখার পর লাভ ইমোজি দিয়েছেন। তার পর বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়ে শিশির লিখেছেন, অসাধারণ এক জয়। পুরো দলকে অভিনন্দন। 

এই জয়ে ভারতের বিপক্ষে বহুজাতিক টুর্নামেন্টে তৃতীয় জয় পেয়েছে বাংলাদেশ। প্রথমবার বাংলাদেশ জিতেছিল ২০০৭ বিশ্বকাপে। এর পর জিতেছে ২০১২ এশিয়া কাপে। ২০১২ সালে মিরপুরে ভারতের দেওয়া ২৯০ রানের লক্ষ্য ৪ বল হাতে রেখে ৫ উইকেটে জিতে যায় বাংলাদেশ। সেই ম্যাচেও ম্যাচসেরা হয়েছেন সাকিব। ৩১ বলে ৪৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন তিনি।