নিজস্ব প্রতিবেদক | আপডেট: শনিবার, নভেম্বর ২০, ২০২১
টস
জিতে ব্যাটিং নেওয়াই এখন কাঁটা হয়ে বিঁধছে বাংলাদেশ দলের লাইনআপে। পাওয়ার প্লে`র ছয়
ওভারের মধ্যেই সাজঘরে ফিরে গেছেন টপঅর্ডারের প্রথম তিন ব্যাটার। বাংলাদেশের ব্যাটসম্যানদের
দেখে মনে হচ্ছে, কী করতে হবে সেটিই বুঝে উঠতে পারছেন না তাঁরা। আবারও মোহাম্মদ ওয়াসিমের
আঘাত। রানের জন্য হাঁসফাঁস করতে থাকা নাজমুলও ফিরে গেলেন মারতে গিয়ে।
ওভারের
পঞ্চম বলটা বাউন্সার দেন। উইকেট থেকে বেরিয়ে
এসে তুলে মারতে চেয়েছিলেন শান্ত। ব্যাটের জায়গা মতো নিতে না পারায় উইকেটের মধ্যেই ক্যাচ
দিয়েছেন। ১৪ বলে ৭ রান করে ফিরলেন শান্ত। প্রতিরোধের ইঙ্গিত দিয়ে ফিরলেন মাহমুদউল্লাহও।
নবম ওভারে নেওয়াজের শেষ বলটার লাইন মিস করেন বাংলাদেশ অধিনায়ক। মাহমুদউল্লাহ ফিরলেন
১১ বলে ৬ রান করে।
পাওয়ার
প্লেতে ব্যাটিংয়ে বাংলাদেশের ভোগান্তি শেষ হয়নি বিশ্বকাপ শেষেও। একের পর এক বাজে শটে
ফিরে গেছেন টপ অর্ডারের তিন ব্যাটসম্যান। লড়াইয়ের মানসিকতাটুকু পর্যন্ত দেখাতে পারেননি
তাদের কেউ।