আগামী ৬-১২ সেপ্টেম্বর এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের খেলা হবে থাইল্যান্ডে। প্রতিযোগিতায় এইচ গ্রুপে বাংলাদেশসহ থাইল্যান্ড, মালয়েশিয়া ও ফিলিপাইন রয়েছে।
এরই মধ্যে লাল-সবুজ দল চুনবুড়িতে পৌঁছে গেছে। আজ সোমবার রাতে তাদের সেখানে অনুশীলনেও নামার কথা।
টুর্নামেন্টটিতে ১১টি গ্রুপ রয়েছে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়নের সঙ্গে সেরা পাঁচ রানার্স-আপ মূলপর্বে খেলবে। সিনিয়র জাতীয় দলে খেলেছেন এমন চারজন রয়েছেন অনূর্ধ্ব-২৩ দলেও। তাদেরই একজন ইয়াসিন আরাফাত এই দলটির অধিনায়কত্ব করবেন। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ৬ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে। তার পর ৯ সেপ্টেম্বর স্বাগতিক থাইল্যান্ড ও ১২ সেপ্টেম্বর মুখোমুখি হবে ফিলিপাইনের।