ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪ |

EN

আফগানদের সঙ্গে জয়ের স্বপ্ন ফিকে

স্পোর্টস ডেস্ক | আপডেট: সোমবার, সেপ্টেম্বর ৪, ২০২৩

আফগানদের সঙ্গে জয়ের স্বপ্ন ফিকে
জয়ের সম্ভাবনা জাগিয়েও হলো না। গোলের সহজ সুযোগ মিস করায় আফগানদের বাগে পেয়েও হারাতে পারেনি স্বাগতিক বাংলাদেশ। ফিফা প্রীতি ম্যাচটি শেষ পর্যন্ত গোল শূন্য (০-০) ড্রয়ে মীমাংসা হয়। 

রোববার রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় আফগানিস্তানের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচের ৫৫ মিনিটে গোলের সহজ সুযোগ পেয়েছিলেন শেখ মোরসালিন। ডান দিক থেকে রাকিবের ক্রসে তিনি বল পেয়েছিলেন বক্সে। সবাইকে অবাক করে ক্রসবারের ওপর দিয়ে বাইরে বল পাঠিয়েছেন বসুন্ধরা কিংসের এই ফরোয়ার্ড। যে কারণে ফিফা র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা আফগানদের (১৫৭) বিপক্ষে ড্র করেই খুশি থাকতে হয় বাংলাদেশকে (১৮৯)।

এই ম্যাচের আগে ছয়বার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও আফগানিস্তান ফুটবল দল। যার মধ্যে দুটিতে জিতেছিল আফগানরা। বাকি চারটি ম্যাচ ড্র হয়েছিল। রোববার সেই অমীমাংসিত ম্যাচের সংখ্যা আরও একটি বাড়ালেন জামাল-তপুরা।

ম্যাচের শুরু থেকে দুই দল খেলেছে সমানে তালে। দ্বিতীয়ার্ধে অবশ্য আক্রমণের সংখ্যা বেশি শানিয়েছিল বাংলদেশ। ৫৫ মিনিটে ডানপ্রান্ত দিয়ে রাকিব হোসেনের ক্রস। বক্সের সামনে থেকে মোরসালিন শট নেন। কিন্তু তার শটে পোস্টের উপর দিয়ে চলে যায় মাঠের বাইরে। সহজ গোলের সুযোগ নষ্ট করেন মোরসালিন।

ম্যাচের শেষ দিকে দুর্দান্ত দুটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু গোলের সুযোগ নষ্ট করে লাল সবুজের দল। যে কারণে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দুই দলকে। বৃহস্পতিবার সিরিজের শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান।