ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, জুলাই ৫, ২০২৪ |

EN

সেঞ্চুরির পর ‘বেবি ডান্সের’ রহস্য জানালেন শান্ত

স্পোর্টস ডেস্ক | আপডেট: সোমবার, সেপ্টেম্বর ৪, ২০২৩

সেঞ্চুরির পর ‘বেবি ডান্সের’ রহস্য জানালেন শান্ত
ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় শতক পেয়েছেন নাজমুল হাসান শান্ত। টানা কয়েক ম্যাচ ধরে বাংলাদেশের রান মেশিন যেন তিনিই। এশিয়া কাপের প্রথম ম্যাচে ৮৯ রান করা বাঁচা-মরার ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধেও জ্বলে ওঠেন শান্ত। ১০৫ বলে ১০৪ রানের ইনিংস খেলেন। সেঞ্চুরির পর ব্যাটটাকে কোলে নিয়ে নাচ করে উদযাপন করেন।

পাকিস্তানের লাহোরে মিরাজকে সঙ্গে নিয়ে রেকর্ড জুটি গড়েন শান্ত। এই জুটিতে উঠেছে ১৯৪ রান। এশিয়া কাপে বাংলাদেশের যে কোনো উইকেটেই সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ছিল ইমরুল কায়েস ও জুনাইদ সিদ্দিকের ১৬০ পাকিস্তানের বিপক্ষে ২০১০ সালে। সবমিলিয়ে ৫০ ওভারে ৩৩৪ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

নিজের দ্বিতীয় শতকের পর ওই উদযাপনের রহস্য ইনিংস শেষে জানিয়েছেন শান্ত। ইনিংসের মাঝে ছোট্ট সাক্ষাৎকারে শান্ত জানিয়েছেন, তার নবাগত শিশুকে উৎসর্গ করতেই সেঞ্চুরির পর ওই উদযাপন করেন। 

এর আগে গত ২৫ আগস্ট ছেলে সন্তানের বাবা হন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাজমুল হাসান শান্ত। শান্ত-রত্না দম্পতির কোলজুড়ে আসে তাদের প্রথম সন্তান। একই দিন আবার শান্তরও জন্মদিন।