ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

বিদায়ের শঙ্কা নিয়ে আজ আফগানদের মুখোমুখি হবে টাইগাররা

স্পোর্টস ডেস্ক | আপডেট: রবিবার, সেপ্টেম্বর ৩, ২০২৩

বিদায়ের শঙ্কা নিয়ে আজ আফগানদের মুখোমুখি হবে টাইগাররা
বাঁচা-মড়ার ম্যাচে রবিবার (৩ সেপ্টেম্বর) আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। খাদের কিনারে দাঁড়িয়ে থাকা সাকিব বাহিনীর ঘুড়ে দাঁড়ানোর মিশন এই ম্যাচ। জিতলে টিকে থাকবে টুর্নামেন্টে, হারলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে টাইগারদের। লাহোরে বিকাল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।

অমার্জনীয় ব্যাটিং ব্যর্থতায় শ্রীলংকার কাছে ৫ উইকেটে হেরে, বড় হতাশা নিয়েই এশিয়া কাপ মিশন শুরু করে টাইগাররা। তিন দলের গ্রুপে শীর্ষ দুই দল খেলবে সুপার ফোরে। সেখানে প্রথম ম্যাচে হেরে নিজেদের অবস্থানকে কঠিন করে তুলেছে সাকিব বাহিনী। তাই আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি টাইগারদের জন্য টুর্নামেন্টে টিকে থাকার লড়াই। 

শ্রীলংকার বিপক্ষে পরাজয়ে নাজমুল শান্ত ছাড়া দলের অন্য ব্যাটসম্যানরা চরমভাবে হতাশ করছেন। ৪৪ বল আগেই অলআউট হয়ে ব্যাটিং ব্যর্থতাকে প্রকট করে তুলেছে। এশিয়া কাপে হাইব্রিড মডলের কারণে চার দিনের ব্যবধানে বাংলাদেশকে দুটি ম্যাচ খেলতে হচ্ছে দুটি ভিন্ন দেশে। প্রথম ম্যাচ শ্রীলংকায় খেলে দ্বিতীয় ম্যাচ খেলতে হচ্ছে পাকিস্তানে। এতে ভ্রমণজনিত ক্লান্তিতে ভুগতে হবে দলকে। তাছাড়া আফগানদের বিপক্ষে শুধু জিতলেই হবে না, রান রেটের হিসাবটাও গুরুত্বপূর্ণ। 

ওয়ানডে সুপার লিগে তৃতীয় স্থানে থেকে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনকারী বাংলাদেশ, হঠাৎ করেই যেন নিজেদের প্রিয় ফরম্যাটে অচেনা এক দল। অভিজ্ঞ তামিম ইকবাল, অসুস্থতার জন্য লিটন দাস এবং লোয়ার মিডেল অর্ডারে মাহমুদুল্লাহর অনুপস্থিতি, প্রথম ম্যাচে ভূগিয়েছে দলকে। আফগানদের বিপক্ষে জিততে হলে, দলের সব ডিপার্টমেন্টকে জ্বলে উঠতে হবে। 

প্রতিপক্ষ আফগানিস্তান দল হিসেবে বেশ ব্যালেন্স। জুলাই মাসে চট্টগ্রামে তিন ম্যাচে ওয়ানডে সিরিজে স্বাগতিক বাংলাদেশকে ২-১ ব্যবধানে হারিয়ে, নিজেদের সামর্থ ভালোভাবেই প্রমাণ করেছে আফগানরা। তবে এই বছর ৯ ওয়অনডে খেলে ৬টিতে হেরেছে তারা। বাংলাদেশের বিপক্সে সিরিজ জিতলেও, হেরেছে শ্রীলংকা ও পাকিস্তানের বিপক্ষে। 

দলের প্রধান শক্তি স্পিন বোলিং। রাশিদ খান, মুজির উর রহমান, মো. নবীদের সাথে পেস বোলিংয়ে ফারুকী, গুলবদিন নাইব ও করিম জান্নাতকে নিয়ে বেশ ব্যালেন্স অ্যাটাক তাদের। তাদের ব্যাটিং লাইন আপে আছেন বেশ কয়েকজন আক্রমনাত্বক ব্যাটসম্যান। ওয়ানডে ফরম্যঅটে বেশ একাসাইটিং দল আফগানিস্তান। 

ওয়ানডেতে দু'দেশ এরআগে ১৪ ম্যাচ খেলেছে। সেখানে আফগানদের ৬ জয়ের বিপরীতে ৮টিতে জয় নিয়ে এগিয়ে বাংলাদেশ। যদিও এই বছর দু'দেশের সর্বশেষ লড়াই গত জুলাইয়ে চট্টগ্রামে ৩ ম্যাচ সিরিজ ২-১ এ জিতে মানষিকভাবে এগিয়ে হাশমতউল্লাহ শহিদীর দল।