যে দাপট নিয়ে এশিয়া কাপ শুরু করেছেন, সে দাপট ঠিকই দেখাচ্ছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। আসরের প্রথম ম্যাচেই তুলে নিয়েছেন শতক। নেপালের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করছেন পাক অধিনায়ক। এটা তার ওয়ানডে ক্যারিয়ারের ১৯তম শতক।
৪২তম ওভারে দীপেন্দ্র সিংয়ের দ্বিতীয় বলে ডাবল নেন বাবর। এরপর ছুঁয়ে ফেলেন শতরানের মাইলফলক। সেঞ্চুরি করতে খেলেন ১০৯টি বল। সেই সঙ্গে ইফতিখারকে নিয়ে শতরানের জুটিও গড়েছেন বাবর। দলকে নিয়েছেন শক্ত স্থানে।
নেপাল শিবিরে রয়েছেন- রোহিত কুমার পৌডেল (অধিনায়ক), মোহাম্মদ আসিফ শেখ, কুশাল ভুরটেল, ললিত নারায়ণ রাজবানশি, কুশাল মাল্লা, দিপেন্দ্রা সিং আইরে, সন্দ্বীপ লামিচানে, কারান এলসি, গুলশান কুমার ঝা, আরিফ শেখ ও সোমপাল কামি।
পাকিন্তান শিবিরে লড়ছেন- বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, ইমাম-উল হক, সালমান আলী আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, শাহীন আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ।