Can't found in the image content. শুরুতেই চমক দেখাচ্ছে নেপাল, ২ উইকেট হারালো পাকিস্তান | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

শুরুতেই চমক দেখাচ্ছে নেপাল, ২ উইকেট হারালো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, আগস্ট ৩১, ২০২৩

শুরুতেই চমক দেখাচ্ছে নেপাল, ২ উইকেট হারালো পাকিস্তান
প্রথমবার এশিয়া কাপ খেলতে এসেই উদ্বোধনী দিনে শক্তিশালী দল পাকিস্তানের সঙ্গে বড় পরীক্ষার মুখে পড়তে হচ্ছে নেপালকে। দুইবারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেই অনেকটা চমকও দেখাচ্ছে রোহিত পৌডেলের নেতৃত্বাধীন দলটি। 

নবাগত নেপাল শুরুতেই শক্তিশালী পাকিস্তান শিবিরে দিয়েছে বড় ধাক্কা। দুই উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৪৫ রান।

পাকিস্তানের ওপেনিং জুটিকে ধরাশয়ী করেছে নেপাল। উদ্বোধনী ম্যাচে ব্যাট হাতে রাঙাতে পারলেন না পাকিস্তানের ওপেনার ফখর জামান। ইনিংসের ষষ্ঠ ওভারে কারান এলসির বলে উইকেটের পেছনে ধরা পড়লেন পাক ওপেনার। ২০ বলে ১৪ রান করেছেন ফখর। 

নেপাল শিবিরে রয়েছেন- রোহিত কুমার পৌডেল (অধিনায়ক), মোহাম্মদ আসিফ শেখ, কুশাল ভুরটেল, ললিত নারায়ণ রাজবানশি, কুশাল মাল্লা, দিপেন্দ্রা সিং আইরে, সন্দ্বীপ লামিচানে, কারান এলসি, গুলশান কুমার ঝা, আরিফ শেখ ও সোমপাল কামি।

পাকিন্তান শিবিরে লড়ছেন- বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, ইমাম-উল হক, সালমান আলী আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, শাহীন আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ।