স্পোর্টস ডেস্ক | আপডেট: মঙ্গলবার, নভেম্বর ১৬, ২০২১
দেশের
ক্রীড়াঙ্গনে সময়টা ভালো যাচ্ছে না। ক্রিকেটে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর ফুটবলেও শ্রীলঙ্কায় চলমান চারজাতি টুর্নামেন্টে
নিজেদের প্রথম ম্যাচে সিশেলসের বিপক্ষে ড্র করে হোঁচট খায় জামাল বাহিনীরা। ফুটবলারদের
এমন হতাশাজনক পারফরম্যান্স হতাশ করেছিল ফুটবল প্রেমীদের। প্রথম ম্যাচে পূর্ণ পয়েন্ট
খোয়ানোর পর শঙ্কা জাগে ফাইনাল খেলা নিয়েও। তবে দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিতে ভুল করেনি
জামাল-তপুরা। সিশেলসের চেয়েও শক্তিশালী মালদ্বীপকে হারিয়েই টুর্নামেন্ট এ নিজেদের টিকিয়ে
রাখে বাংলার ফুটবলাররা।
মালদ্বীপের
বিপক্ষে ২-১ গোলে জয় পাওয়া ম্যাচে বাংলাদেশের জার্সিতে প্রথম গোল করেন অধিনায়ক জামাল
ভূঁইয়া। এছাড়া সেই ম্যাচে গোলের দেখা পান বাংলাদেশের অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণও।
তবে বরাবরের মতো হতাশার খবর এই যে, সুযোগ পেয়েও গোলের সহজ সুযোগ মিস করেন বাংলাদেশের
ফরোয়ার্ডরা। ফরোয়ার্ডদের পা থেকে গোল না পাওয়াটাই বাংলাদেশ দলের জন্য বড় চিন্তার কারণ
হয়ে দাঁড়িয়েছে।
সকল
ব্যর্থতা, ভুলকে দূরে সরিয়ে নতুন করে, নতুন প্রত্যয়ে শ্রীলঙ্কার চারজাতি টুর্নামেন্ট
এ আজ (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টায় স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। এই ম্যাচ
জিতলেই ফাইনালে পা রাখবে বাংলাদেশ দল। তবে ম্যাচ ড্র হলেও গোল ব্যবধানের পার্থক্যের
কারণে ফাইনাল খেলতে পারবে বাংলাদেশ দল। কেননা
দুই ম্যাচ খেলে একটি জয় ও একটি ড্রয়ে বাংলাদেশের অর্জন ৪ পয়েন্ট। দুই ম্যাচ খেলে সিশেলসেরও
অর্জন ৪ পয়েন্ট। তবে গোল গড়ে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বাংলাদেশ। ফিফা
র্যাংকিংয়ে বাংলাদেশের মতো শ্রীলঙ্কার অবস্থাও সুবিধাজনক নয়। বাংলাদেশের ফরোয়ার্ডরা
সহজ সুযোগ মিস না করলে শ্রীলঙ্কার বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবার অবকাশ নেই বাংলাদেশ
দলের সামনে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিততে পারলে বাংলাদেশ দলও পূর্ণ আত্মবিশ্বাস নিয়েই
ফাইনালে পা রাখবে।
শ্রীলংকার
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার দারুণ সুযোগ বাংলাদেশ দলের জন্য। কেননা ফিফা র্যাংকিংয়ে
মালদ্বীপ এগিয়ে থাকলেও সিশেলস পিছিয়ে রয়েছে। আর শ্রীলংকার বিপক্ষে ভালো ফুটবল খেলে
বাংলাদেশ। প্রাথমিক পর্বে মালদ্বীপের বিপক্ষে জয় পাওয়ায় চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এখন
এগিয়ে জামালরাই। গত অক্টোবরে মালদ্বীপে গিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ খেলেছে বাংলাদেশ। কিন্তু
পাঁচ দলের অংশগ্রহণের ওই টুর্নামেন্টে বাংলাদেশের প্রত্যাশা পূরণ হয়নি। ফাইনালে খেলতে
পারেনি। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় তাদের। সাফের হতাশা শ্রীলংকায় চলমান চার জাতির
ফুটবল টুর্নামেন্টে কিছুটা হলেও কাটিয়ে উঠবে পারবে বাংলাদেশ। আর এ জন্য দরকার শিরোপা
জয়। শিরোপা জয়ের পথেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ
দেশের
ক্রীড়াঙ্গন তথা ফুটবলকে জাগিয়ে তুলতে এই টুর্নামেন্ট এর শিরোপা জয়ের বিকল্প নেই বাংলাদেশের
সামনে। কারণ, এক মাত্র মালদ্বীপ ব্যতীত অন্য কোন দলই বাংলাদেশের চেয়ে এগিয়ে নেই। এমন
সুযোগ পেয়েও যদি ট্রফি নিয়ে দেশে ফিরতে না পারে ফুটবলাররা তা হলে সেটির চেয়ে দুঃখজনক
আর কিছু হতে পারে না। তবে, ফুটবলাররা দেশ ছাড়ার আগেই ঘোষণা দিয়েছিলেন, শিরোপা নিয়েই
দেশে ফিরতে চান তারা। আর এখন পর্যন্ত সে পথেই আছে ফুটবলাররা। বাংলাদেশ দল যদি এই শিরোপা
নিয়ে ঘরে ফিরতে পারে তাহলে দীর্ঘ সময় পর আন্তর্জাতিক কোন শিরোপা নিজেদের করে নিতে পারবে
বাংলাদেশ। শিরোপার পথে হাঁটা বাংলাদেশ দল পারবে কি কাঙ্ক্ষিত সেই শিরোপা উঁচু করে ধরতে?