Can't found in the image content. সাত গোলের ম্যাচে ১৬ বছরেই বার্সার হয়ে ইতিহাস লামিনের | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

সাত গোলের ম্যাচে ১৬ বছরেই বার্সার হয়ে ইতিহাস লামিনের

স্পোর্টস ডেস্ক | আপডেট: সোমবার, আগস্ট ২৮, ২০২৩

সাত গোলের ম্যাচে ১৬ বছরেই বার্সার হয়ে ইতিহাস লামিনের
বার্সলোনা-ভিয়ারিয়াল ম্যাচ মানেই যেনো গোলের নিশ্চয়তা। গতকাল হলো সাত গোলের উৎসব। রোমাঞ্চকর লড়াইটা বার্সেলোনা জিতলো ৪-৩ ব্যবধানে। কাতালান ক্লাবটির ১৬ বছর বয়সী উইঙ্গার লামিনে ইয়ামালও লা লিগায় গড়লেন সবচেয়ে কম বয়সে অ্যাসিস্ট করার ইতিহাস।

রবিবার রাতে ভিয়ারিয়ালের মাঠে বার্সার শুরুটা হয় দারুণ। ১৫ মিনিটের মধ্যেই দুই গোলে এগিয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। দ্বাদশ মিনিটে গাভি, ১৫ মিনিটে ফ্রেংকি ডি ইয়ং লক্ষ্যভেদ করেন। ৪০ মিনিটের মধ্যে দুই গোল শোধ দিয়ে বিরতিতে যায় গত মৌসুমে পঞ্চম স্থান নিয়ে লিগ শেষ করা ভিয়ারিয়াল। গোলদাতা আর্জেন্টাইন ডিফেন্ডার হুয়ান ফয়থ ও নরওয়ের ফরোয়ার্ড আলেক্সান্ডার সার্লথ। 

দ্বিতীয়ার্ধের শুরুতে স্বাগতিকদের ৩-২ লিড এনে দেন স্প্যানিশ মিডফিল্ডার আলেক্স বায়ানা। বার্সার বদলি নামা ফেররান তরেস ৬৮ মিনিটে ও পোলিশ স্ট্রাইকার রবের্ত লেভান্দোভস্কি ৭১ মিনিটে গোল করে জয়ের স্বস্তিতে ভাসান অতিথি শিবির। 

দুই গোলেই ১৬ বছরের স্প্যানিশ উইঙ্গার ইয়ামাল অবদান রেখে লা লিগার ইতিহাসে সবচেয়ে কম বয়সী অ্যাসিস্ট হিসেবে সতীর্থ আনসু ফাতির রেকর্ড টপকে যান। ইয়ামালের দুটি প্রচেস্টা এদিন পোস্টে বাধা পায়। 

এর আগে গেতাফের সঙ্গে গোলশূন্য ড্র'য়ে লিগ শুরু করার পর দ্বিতীয় ম্যাচে কাদিজকে ২-০'তে হারিয়েছিলো বার্সা।