ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, জুলাই ১, ২০২৪ |

EN

বিশ্বকাপ জেতা নারী ফুটবলারকে চুমু, অবশেষে হলো শাস্তি

স্পোর্টস ডেস্ক | আপডেট: রবিবার, আগস্ট ২৭, ২০২৩

বিশ্বকাপ জেতা নারী ফুটবলারকে চুমু, অবশেষে হলো শাস্তি
স্পেনের নারী ফুটবলার হারমোসোকে চুমু খাওয়ার পরিণতিতে শেষমেষ বরখাস্ত হলেন দেশটির ফুটবল প্রধান। নারী বিশ্বকাপের শিরোপা উৎসবের মঞ্চে ফুটবলার হারমোসোকে চুমু খেয়ে বিতর্কের জন্ম দেন স্পেনের ফুটবল প্রধান লুইস রুবিয়ালেস। সেই ঘটনায় এবার তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

শুক্রবার (২৫ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফিফা। সেখানে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে ফুটবলের কোনো কার্যক্রমে তিনি অংশ নিতে পারবেন না রুবিয়ালেস।

ফিফা ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান জর্জ ইভান প্যালাসিও তার ক্ষমতাবলে রুবিয়ালেসকে সাময়িক নিষোধাজ্ঞা দিয়েছেন। ফিফার বিবৃতিতে বলা হয়, ‘আজ থেকে কার্যকর হওয়া নিষেধাজ্ঞা লুইস রুবিয়ালেসের বিরুদ্ধে ২৪ আগস্ট চালু হওয়া শাস্তিমূলক কার্যক্রম শুরু সাপেক্ষে প্রাথমিকভাবে ৯০ দিন বহাল থাকবে।’

এর আগে স্প্যানিশ ফুটবল প্রধান বলেন, ‘দুজনের সম্মতিতে ঘটা একটি ঘটনা কি আমাকে এখান (স্প্যানিশ ফুটবল) থেকে সরিয়ে দেবে? আমি পদত্যাগ করবো না। আমি শেষ পর্যন্ত লড়বো।’

অন্যদিকে এক বিবৃতিতে ৩৩ বছর বয়সী হারমোসো বলেন, ‘আমার এজেন্সি টিএমজে-এর সঙ্গে মিলে আমার ইউনিয়ন ফুটপ্রো আমার বিষয়টি দেখভাল করছে। সে ঘটনায় তারাই আমার মুখপাত্র হিসেবে কাজ করবে। এই ধরনের ঘটনায় কেউ যেন কখনোই শাস্তি না পেয়ে পার পায় এবং এই ধরনের অগ্রহণযোগ্য আচরণ থেকে নারী ফুটবলারদের রক্ষা করতে যেন তাদের শাস্তি দেওয়া হয় ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়া হয়, সেটি নিশ্চিত করতেই আমরা একসঙ্গে কাজ করছি।’

গত ২০ আগস্ট স্টেডিয়াম অস্ট্রেলিয়াতে ইংল্যান্ডকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তোলে স্পেনের মেয়েরা। পরে শিরোপা উৎসবের মঞ্চে উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে স্পেন ফরোয়ার্ড জেনিফার হারমোসোর ঠোঁটে চুমু দিয়ে বসেন রুবিয়ালেস। সামাজিক মাধ্যমে বিষয়টি ভাইরাল হলে তোপের মুখে পড়েন তিনি। সূত্র: ফিফা ওয়েবসাইট