এশিয়া কাপ শুরুর আগেই ওয়ানডে র্যাংকিংয়ে শীর্ষে ওঠার হাতছানি পাকিস্তানের। আফগানিস্তানকে হারালেই অস্ট্রেলিয়াকে হটিয়ে শীর্ষে উঠে যাবে বাবর আজমের নেতৃত্বাধীন দলটি।
শনিবার শ্রীলংকার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ২৬৮ রান করে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। ৬০ রান করেন অধিনায়ক বাবর আজম।
এদিন ৫২ রানে দুই ওপেনার ইমাম-উল-হক ও ফখর জামান আউট হওয়ার পর দলের হাল ধরেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। তৃতীয় উইকেটে ১৪৫ বলে ১১০ রানের জুটি গড়েন তারা। তাদের এই জুটির কল্যাণেই প্রাথমিক ধকল সামলে বড় স্কোর গড়ার পথে এগুতে থাকে পাকিস্তান।
২ উইকেটে ১৬২ রান করা পাকিস্তান এরপর মাত্র ২৭ রানে ৪ উইকেট হারায় পাকিস্তান। বাবর আজম আউট হওয়ার পর ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় পাকিস্তান। ৮৬ বলে ৬০ রান করে ফেরেন বাবর। সৌদ শাকিল ফেরেন মাত্র ৯ রানে। ৭৯ বলে ৬৭ রানে ফেরেন রিজওয়ান। দলীয় ১৮৯ রানে ফেরেন শাদাব খান।
তবে মোহাম্মদ নওয়াজকে সঙ্গে নিয়ে সপ্তম উইকেটে ৬১ রানের জুটি গড়েন আগা সালমান। তাদের এই জুটিতে আড়াইশ ছাড়িয়ে যায় পাকিস্তান। ২৫ বলে ৩০ রানে ফেরেন নওয়াজ। ৩১ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন আগা সালমান। তার অনবদ্য ব্যাটিংয়ে ৮ উইকেট হারিয়ে ২৬৮ রানে থামে পাকিস্তান।