বিশ্বকাপ ফাইনালে প্রথমবার উঠেই বাজিমাত করেছেন স্পেনের নারী ফুটবলাররা। দেশটির ইতিহাসে এই প্রথম নারী বিশ্বকাপ জিতেছেন তারা।
সিডনিতে ইংল্যান্ডকে কাঁদিয়ে ১-০ ব্যবধানে ফাইনাল জিতে বিশ্বচ্যাম্পিয়ন হয় ওলগা কারমনার দল। তবে শিরোপা উল্লাসে যখন মাতোয়ারা গোটা দেশ, ঠিক তখনই এক ফুটবলারকে প্রকাশ্যে চুমু খেয়ে তোপের মুখে পড়েন দেশটির ফুটবলপ্রধান লুইস রুবিয়ালেস।
বৈশ্বিক আসরে স্প্যানিশদের এমন সফলতার উত্তেজনায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ছিলেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রধান রুবিয়ালেস।
তবে বিশ্বকাপে পুরস্কার মঞ্চে নিজ দেশের ফুটবলারকে চুমু খেয়ে বিতর্কের জন্ম দিয়েছেন স্পেনের ফুটবলপ্রধান। বিশ্বকাপের আনন্দে উত্তেজনা ভাসতে থাকা রুবিয়ালেস স্প্যানিশ মিডফিল্ডার জেনিফার হারমোসোকে ঠোঁটে চুমু দিয়ে তোপের মুখে পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে যা সঙ্গে সঙ্গে ‘ভাইরাল’ও হয়েছে।
এদিকে এমন ঘটনার পর তুমুল সমালোচনার মুখে পড়ে ক্ষমাও চেয়েছিলেন রুবিয়ালেস। সামাজিকমাধ্যমে একটি পোস্ট করে রুবিয়ালেস বলেন, আমার কাছে ক্ষমা চাওয়া এবং এ থেকে শিক্ষা নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এর পর থেকে ফেডারেশনের প্রতিনিধিত্ব করার সময় আরও সতর্ক থাকতে হবে। অবশ্যই আমি ভুল করেছি। আমাকে তা স্বীকার করতেই হবে। জয় উপভোগ করার চরম মুহূর্তে কোনো অসৎ উদ্দেশ্য ছাড়াই এ রকম পরিস্থিতি হয়েছে। এখানে আমরা এটিকে স্বাভাবিকভাবেই দেখছি। তবে বাইরে এ ঘটনাটাকে নিয়ে একটা গোলযোগের সৃষ্টি করা হচ্ছে।
তবে ভুল স্বীকার করেই নিস্তার পাচ্ছেন না রুবিয়ালেস। নিজের দেশে তো প্রবল চাপে আছেনই, এবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাও তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে চলেছে ফিফা। এই খবরের পর নাকি নিজেই পদত্যাগ করার পরিকল্পনা করেছেন লুইস রুবিয়ালেস। ক্যাডেনা সের রেডিও বৃহস্পতিবার লুইস রুবিয়ালেসের পদত্যাগের তথ্যটি জানিয়েছে।
খবরে বলা হয়েছে, চুমুকাণ্ডের পর নিজ দেশ থেকে ধরে ফিফা সবার তোপের মুখে পড়া রুবিয়ালেস বড় শাস্তি পাওয়ার আগেই নিজ থেকে সরে দাঁড়াতে যাচ্ছেন। যার আনুষ্ঠানিক ঘোষণা কয়েক দিনের মধ্যে আসতে যাচ্ছে।