এশিয়া কাপ থেকে বিশ্বকাপে জাতীয় দলের জরুরি প্রয়োজনে প্রস্তুত করা হচ্ছে ব্যাকআপ স্কোয়াডের ক্রিকেটারদের। বিশেষ নজর দেয়া হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ-সৌম্যদের, স্কিল, ফিটনেসসহ সব দিকে। জানিয়েছেন কোচ সোহেল ইসলাম। মায়ের সুস্থতার পর অনুশীলনে যোগ দিয়েছেন মাহমুদুল্লাহ।
আসন্ন এশিয়া কাপের জন্য ঘোষণা করা হয় ১৭ সদস্যের স্কোয়াড। পেসার এবাদত হোসেনের ইনজুরিতে দলে এসেছেন তানজিম হাসান সাকিব। এর বাইরে ৯ জন ক্রিকেটারকে নিয়ে গঠন করা হয়েছে ব্যাকআপ স্কোয়াড। সেখানে আছেন মাহমুদউল্লাহ, সৌম্য সরকার ও জাকির হাসান।
এশিয়া কাপ, নিউজিল্যান্ড সিরিজ বা বিশ্বকাপে মূল দলের যে কেউ ইনজুরিতে পড়তে পারেন। তাই জরুরী প্রয়োজনে বিকল্প ক্রিকেটার পেতে ব্যাকআপ স্কোয়াডকে প্রস্তুতি রাখার পরিকল্পনা। পারাবারিক সমস্যা কাটিয়ে অনুশীলনে ফিরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। লম্বা সেশনের অনুশীলনে রিয়াদ আরো ভাল অবস্থায় যাবেন আশা কোচের।
দুই ভাবে করা হচ্ছে অনুশীলন। স্কিল, ফিটনেস, ফিল্ডিং নতুন বলে খেলাসহ নজর দেয়া হচ্ছে সবদিকেই। কোচের পরামর্শ মেনে নিজেকে তৈরি করছেন সৌম্য।
বিশ্বকাপ পর্যন্ত চলবে ব্যকআপ স্কোয়াডের অনুশীলন। ২৭ আগস্ট এশিয়া কাপে অংশ নিতে শ্রীলংকা যাবে সাকিব বাহিনী।