Can't found in the image content. আফগানদের ৫৯ রানেই অলআউট করে দিল পাকিস্তান | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

আফগানদের ৫৯ রানেই অলআউট করে দিল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | আপডেট: বুধবার, আগস্ট ২৩, ২০২৩

আফগানদের ৫৯ রানেই অলআউট করে দিল পাকিস্তান
আফগানিস্তানকে ৫৯ রানেই অলআউট করে দিল পাকিস্তান ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় আগে ব্যাট করে ২০১ রান করে পাকিস্তান।

টাগের্ট তাড়া করতে নেমে হারিস রউফের গতির মুখে পড়ে সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে শেষপর্যন্ত ১৯.২ ওভারে মাত্র ৫৯ রানেই অলআউট হয় আফগানরা। ১৪২ রানের জয়ে সিরিজে ১-০তে এগিয়ে যায় পাকিস্তান।

মঙ্গলবার শ্রীলংকার হাম্বানটোটায় টস জিতে প্রথমে ব্যাট করে ৪০ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় পাকিস্তান। এরপর ওপেনার ইমাম উল হক ও শাদাব খানের ৬১ ও ৩৯ রানের ইনিংসে ভর করে ৪৭.৩ ওভারে ২০১ রানে অলআউট হয় পাকিস্তান।

টার্গেট তাড়া করতে নেমে হারিস রউফের গতির মুখে পড়ে ১৯.২ ওভারে মাত্র ৫৯ রানেই অলআউট হয় আফগানিস্তান। ওয়ানডে ক্রিকেটে এটা তাদের দলীয় দ্বিতীয় সর্বনিম্ন স্কোর।

এর আগে ২০১৬ সালে জিম্বাবুরে বিপক্ষে ৫৮ রানে অলআউট হয়েছিল আফগানরা। এছাড়া স্কটল্যান্ড ও কেনিয়ার বিপক্ষে ৬৩ ও ৮৮ রানে অলআউটের লজ্জায় পড়ে যায় আফগানরা।